X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ভুট্টার বাম্পার ফলনের আশা চাষিদের

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
২১ মার্চ ২০১৯, ১৭:০৯আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৭:১১

কুষ্টিয়ায় ভুট্টা চাষ কুষ্টিয়ায় ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। চলতি মৌসুমে জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। আবহাওয়া অনুকূল থাকলে এ বছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় এবার ৭ হাজার ৭৮০ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় দুই হাজার ৫৫০ হেক্টর, খোকসা উপজেলায় ৩৫ হেক্টর, কুমারখালী উপজেলায় ৩৩০ হেক্টর, মিরপুর উপজেলায় এক হাজার ৩৮০ হেক্টর, ভেড়ামারা উপজেলায় ৩৩০ হেক্টর ও দৌলতপুর উপজেলায় তিন হাজার ৮৫০ হেক্টর ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু, লক্ষ্যমাত্রা অতিক্রম করে আট হাজার ৪৭৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে।

কুষ্টিয়ার চিথলিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের রিগান আলী বলেন, ‘আমি গতবারের চেয়ে বেশি জমিতে ভুট্টার আবাদ করেছি। এবার ফলন খুব ভালো হয়েছে। আশা করছি, খরচ বাদে ভালো দামে বিক্রি করতে পারবো।’

কুষ্টিয়ায় ভুট্টা চাষ চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আব্দুল হাই জানান, এ বছর তিনি এক বিঘা জমিতে হাইব্রিড জাতের ভুট্টার চাষ করেছেন। এখন পর্যন্ত ভুট্টার ক্ষেতে কোনও রোগের প্রভাব নেই, তাই আশা করছি, অধিক ফলন পাওয়া যাবে।

ফুলবাড়িয়া গ্রামের কৃষক মাহতাব আলী জানান, এবার দুই বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। ভুট্টা আবাদে রোগ-বালাই অনেক কম। আবার অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি। তাই ভুট্টা আবাদ করেছি। আশা করছি চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভুতি ভূষণ সরকার বলেন, ‘এবার ভুট্টার ফলন ভালো হয়েছে। ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। কৃষকদের উদ্বুদ্ধ করায় তারাও ভুট্টা চাষে আগ্রহী হয়েছে।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!