X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জমে উঠছে খুলনার ঈদ বাজার

খুলনা প্রতিনিধি
১৮ মে ২০১৯, ১৩:৫৫আপডেট : ১৮ মে ২০১৯, ১৪:০৯


মার্কেটে ক্রেতাদের ভিড় তীব্র গরম, এরই মধ্যে খুলনার ঈদ বাজারের কেনাকাটা জমে উঠতে শুরু করেছে। ঈদের এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও ক্রেতারা বসে নেই। যারা আগেভাগে কেনাকাটা করতে চান তারাই মার্কেটে যাচ্ছেন। মহানগরীর নিউ মার্কেট, কাপড়ের মার্কেটগুলোয়  দিন দিন ভিড় বাড়ছে। পোশাক, কসমেটিক্স এবং জুতার দোকানগুলোও বেচা-বিক্রি বাড়ছে সমান তালে। বিক্রেতারা বলছেন, ঈদ যতই ঘনিয়ে আসবে, বেচাবিক্রিও বাড়বে।  গরম উপেক্ষা করে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতারা। ফলে জমছে ঈদ বাজার। ঈদে নতুন পোশাক কিনতে হবে। ক্রেতাদের আকর্ষণ করতে ঝলমলে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। 
সোহরাওয়ার্দী মার্কেটের সুইটি ফ্যাশানের মালিক বিল্লাল হোসেন বলেন, ‘এবারও নারীদের পছন্দের চাহিদায় ভারতীয় সিরিয়ালের নামানুসারে বেশ কিছু পোশাক। তবে তীব্র গরমের কারণে টিস্যু কাপড় এবং সুইচ কটোনের পোশাকের চাহিদা বেশি। এছাড়া গাউন, কোটি, ওয়ান পিসের চাহিদাও রয়েছে। তবে এখনও সেভাবে পোশাকের নাম আসেনি।’ 

মার্কেটে ক্রেতাদের ভিড় ইন্সুরেন্স কোম্পানিতে কর্মরত মোসাররাফ হোসেন জানান, ক’দিন পর মার্কেটে ঢোকা মুশকিল হবে। তাই আগে থেকে কেনাকাটা করে রাখছি। অনেক গরম পড়েছে, তাই মেয়ের জন্য সুইচ কটন নিলাম। 
খুলনা মডেল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র জসিম হোসেন বলেন, আগে থেকেই পছন্দের জামা, প্যান্ট ও  জুতা কিনে প্যাকেট করে রাখবে। ঈদের দিন বের করবে।
শেখপাড়ার বাসিন্দা রাবেয়া রেজা চায়না জানান, এবার অনেক গরম। তাই হালকা ধরনের  কসমেটিক্স ও জুয়েলারি নিচ্ছি। প্রতিটা দোকানে এবার ভালো কালেকশন এসেছে। জামা কিনতে গেলে প্রত্যেকটাই পছন্দ হয়। 

মার্কেটে ক্রেতাদের ভিড় খুলনা নিউ মার্কেট এলাকার রিয়েল এক্সপোর্টের মালিক বিল্লাল হোসেন জানান, চাকরিজীবীদের কাছে বোনাসের টাকা আসলে বেচাকেনা আরও বাড়বে। তবে এখন বেচাকেনা কম নয়। এবার যুবকরা পাঞ্জাবির পাশাপাশি জিন্স প্যান্টের প্রতি ঝুঁকছে বেশি।
নিউ মার্কেটে কেনাকাটা করতে আসা ফেরিঘাট এলাকার শাহিদা চৌধুরী জানান, দাম বেশি হলেও পোশাকগুলো মানসম্পন্ন। ঈদ যত এগিয়ে আসছে, বাজারে ভিড় তত বাড়ছে। তাই আগে থেকেই কেনকাটা সেরে রাখতে আগাম বাজারে আসা।

জামা দেখছে শিশুরা
সিমেন্ট্রি রোড এলাকার প্রজাপতি সম্রাটের বিক্রয়কর্মী রাতুল হাসান জানান, প্রতিদিন বেচা বিক্রি বাড়ছে। ক্রেতারা আগে জামা-কাপড় কেনে, তারপর ম্যাচিং করে জুতা কিনছে। 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আসছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও জাপান
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিআসছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও জাপান
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ