X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

খাদ্যের সন্ধানে লোকালয়ে হনুমান

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:০১আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:১৩

খাদ্যের সন্ধানে লোকালয়ে হনুমান খাবারের সন্ধানে কুষ্টিয়ার মিরপুরে দুটি হনুমানকে লোকালয়ে ঘুরতে দেখা গেছে। গত কয়েক দিন ধরে হনুমান দুটি পৌরসভা বিভিন্ন এলাকায় অবস্থান করছে। খাবারের সন্ধানে বাসাবাড়ি, দোকানপাট, হাটবাজারে ঘোরাফেরা করছে। বণ্য এই প্রাণীটিকে দেখে অনেকেই আবার খাবার কিনে দিচ্ছেন।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে দেখা যায়, পৌরসভার সুলতারপুর গ্রামে একটি সড়কের পাশে প্রাচীরের ওপর দুটি হনুমান বসে আছে। সেখানে বিভিন্ন বয়সের উৎসুক জনতা হনুমান দুটি দেখার জন্য ভিড় করছে। অনেকে আবার খাবার দিচ্ছেন।

সুলতারপুর গ্রামের লতিফা বেগম বলেন, খাবারের সন্ধানে হনুমান দুটি লোকালয়ে চলে এসেছে। মানুষের দেওয়া খাবার খেয়ে দিন কাটছে তাদের। তবে হনুমানগুলো কারও ওপর কোনও আক্রমণ করছে না।

একই এলাকার ইসা হক বলেন, গত কয়েকদিন ধরে হঠাৎ করে এই দুটি হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন হাট-বাজার, কখনও বাসা-বাড়িতে, গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। অনেকেই তাদের কলা, বিস্কিট, পাউরুটি এসব খাবার দিচ্ছেন।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এই এলাকায় নতুন এসেছি। হনুমান আসার বিষয়টি এখনও জানি না। এ বিষয়ে আমি বন বিভাগের সঙ্গে কথা বলে খোঁজ নেবো।’

জেলা বন কর্মকর্তা ছালেহ মো. শোয়াইব খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসব
হনুমান বিভিন্ন সময় ভারত থেকে খাবারের সন্ধানে আসে। কিছুদিন পর আবার চলে যায়। অনেক সময় যশোর থেকে কলার ট্রাকেও হনুমান আসে। এটি বন্য প্রাণী সংরক্ষণের আওতায় হওয়ায় এটি তারা সংরক্ষণ করেন। তিনি বন্য প্রাণীদের বিরক্ত না করার আহ্বান জানান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!