X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

ফেসবুকে প্রেম অতঃপর ধর্ষণের শিকার

যশোর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৫

ফেসবুকে প্রেম অতঃপর ধর্ষণের শিকার যশোরের চৌগাছায় নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) তাদের আটকের পর গ্রেফতার দেখানো হয়। তারা হলো সাগর আহম্মেদ (১৮) ও তার সহযোগী সজীব রহমান হৃদয় (১৮)।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাগর চৌগাছা উপজেলার পাশাপোল (মাঝেরপাড়া) গ্রামের মোফাজ্জল হোসেন এবং সজীব পৌরসভার জিওলগাড়ি (বেলেমাঠ) গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
ভুক্তভোগী মেয়েটির লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাগরের সঙ্গে ২ মাস আগে ফেসবুকে তার পরিচয় হয়। এরপর তাদের ফেসবুকে কথাবার্তা হতে থাকে। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৭ ডিসেম্বর সকাল ৯টায় সাগর ম্যাসেঞ্জারে তাকে দেখা করার প্রস্তাব দেয়। এতে রাজি হয়ে স্কুলছাত্রী জগদীশপুর তুলাবীজ বর্ধন খামারে দেখা করতে যায়। সেখানে কথাবার্তা বলার একপর্যায়ে তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে প্রাইভেটকারে তুলে নেয় সাগর। পরে গাড়ির মধ্যেই বেলা ১১টার দিকে সজীবের সহায়তায় তাকে সাগর ধর্ষণ করে। এরপর সজীবও তাকে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার শুরু করে। তখন গাড়িচালক চলে আসে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং মেয়েটিকে বাড়ির পাশে একটি বাজারে নামিয়ে দেয়। সে সময় তারা মেয়েটিকে বিষয়টি কাউকে না বলার হুমকি দেয়। অন্যথায় ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে জানায়। পরবর্তীতে বিষয়টি ওই ছাত্রী তার মা-বাবাকে জানিয়ে ১৪ ডিসেম্বর চৌগাছা থানায় ধর্ষণ মামলা করে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
আমতলী-তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ
আমতলী-তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন