X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার: মেনন

যশোর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২০:১২





যশোরে ওয়ার্কার্স পাটির সম্মেলনে বক্তব্য দেন রাশেদ খান মেনন দেশের অর্থ বিদেশে পাচার হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। তিনি বলেন,‘আমি হিসাব দিচ্ছি—গত ১০ বছরে বাংলাদেশ থেকে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারা করেছে, কেন করেছে—সে হিসাব দিচ্ছে সরকার।’ শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে যশোর টাউন হল মাঠে ওয়ার্কার্স পার্টি আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘ আগে ওপরতলার ১০ ভাগের হাতে ৩৩ ভাগ সম্পদ ছিল। এখন তা বেড়ে হয়েছে ৩৮ ভাগ। আর নিচতলার ১০ ভাগের হাতে ছিল মোট সম্পদের দুই ভাগ, এখন তা কমে দাঁড়িয়েছে এক ভাগে।’ যে ২২ পরিবারের হাতে দেশের বেশিরভাগ সম্পদ তাদের দুর্নীতিবাজ এবং নতুন রাজাকার আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এদের প্রতিহত করতে হবে।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘বাংলাদেশে উন্নয়ন হচ্ছে এতে কোনও সন্দেহ নেই। কিন্তু এই উন্নয়ন কোনও অফিসার, ব্যবসায়ী বা ধনিকগোষ্ঠী করেনি। করেছে দেশের শ্রমিক, প্রবাসী শ্রমিক। প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্সে আমি-আপনি চলি। উন্নয়ন করেছে এ দেশের নারী। কৃষকরা ধান ফলায় বলে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয় না।’
ওয়ার্কার্স পার্টির সম্মেলনে উপস্থিত জনতা পাটকল শ্রমিকদের আন্দোলনের কথা উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন,‘পাটকল শ্রমিকদের আন্দোলনে আব্দুস সাত্তারসহ দু’জন শ্রমিক মারা গেছেন। রবিবার (২৯ ডিসেম্বর) থেকে তাদের ফের অনশন কর্মসূচি চলবে। আমি সরকারকে হুঁশিয়ার করতে চাই—আর যদি কোনও শ্রমিক মারা যান কিংবা কোনও শ্রমিকের অসুবিধা হয়; তাহলে আমরা চুপ করে বসে থাকবো না। দেশের মানুষ তাদের পাশে থাকবে।’
সামনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ২১ দফার ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, আধুনিক জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো; যেখানে প্রতিষ্ঠা করা হবে সমতা, ন্যায়ভিত্তিক সমতা। সেই লড়াই আমাদের আজকের এই জনসভা থেকে শুরু হয়েছে। প্রতিটি বিভাগে লাল পতাকার সেই লড়াই শুরু হয়েছে, যেখানে আমরাই বিজয়ী হবো।’
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন—পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক,পলিটব্যুরো সদস্য ড. সুশান্ত দাস, নূর আহমেদ বকুল, অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ এমপি, কামরুল আহসান, ইউনুস তালুকদার, যুবমৈত্রীর জেলা সভাপতি অনুপ কুমার পিন্টু, ছাত্রমৈত্রীর জেলা সভাপতি শ্যামল শর্মা, জেলা পার্টির সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান প্রমুখ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা