X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

পাটকল শ্রমিকরা শনিবার ফিরছেন কাজে

খুলনা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২০, ১৭:৫৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৭:৫৬




খুলনার পাটকল শ্রমিকদের আন্দোলন (ফাইল ছবি) দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাসে শনিবার (৪ জানুয়ারি) থেকে কাজে যোগ দিচ্ছেন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিক-কর্মচারীরা। এরআগে, ১৬ জানুয়ারির মধ্যে মজুরি কমিশন স্লিপ হাতে পৌঁছানো ও অন্যান্য দাবি বাস্তবায়নের আশ্বাসে বৃহস্পতিবার (২ জানুয়ারি) অনশন কর্মসূচি স্থগিত করে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ।

পাটকল শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মো. মুরাদ হােসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈঠকে ১১ দফার অন্যতম মজুরি কমিশন বাস্তবায়ন আগে হবে। তারপর পর্যায়ক্রমে অন্য দাবিগুলো বাস্তবায়ন হবে- পাটমন্ত্রীর এমন ঘোষণার পর অনশন প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকাল থেকে মিলে উৎপাদন শুরু হবে।

বিজএমসির চেয়ারম্যান মো. আব্দুর রউফ জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় বৈঠকে মজুরি কমিশন দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী গােলাম দস্তগীর গাজী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান উপস্থিত ছিলেন।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ- নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে দ্বিতীয় পর্যায়ে গত ২৯ ডিসেম্বর শুরু হয়ে অনশন ২ জানুয়ারি রাত অবধি চলে। খুলনার খালিশপুর, আটরা ও নওয়াপাড়ার রাজঘাট শিল্প এলাকার পাটকলে বিক্ষাভ ও অনশন কর্মসূচিত অংশ নিয়ে শ্রমিক-কর্মচারীরা আন্দােলন চালিয়ে যান। পাঁচ দিনের আন্দোলনে মােট ৫৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ১১ দফা দাবিতে ৬ দিনের কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। গত ২৫ নভেম্বর থেকে কর্মসূচি শুরু হয়। আর ১০ ডিসেম্বর শুরু হয় আমরণ অনশন। অনশনের চতুর্থ দিন ১৩ ডিসেম্বর মিল এলাকায় ছিল উত্তাপ আর তীব্র উত্তজনা। অনশনে অসুস্থ হয়ে ১২ ডিসেম্বর সন্ধ্যায় মৃত শ্রমিক আব্দুস সাত্তারের জানাজা ১৩ ডিসেম্বর সকাল ১০টায় প্লটিনাম জুট মিল গেটে বিআইডিসি সড়কে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পটুয়াখালী জেলার কলাপাড়ায় তাকে দাফন করা হয়। আমরণ অনশনের চার দিনে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ১৩ ডিসেম্বর রাতে শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর নেতারা শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন এবং গভীর রাতে অনশন তিন দিনের জন্য স্থগিত করেন। সর্বশেষ গত ২৬ ডিসেম্বর রাজধানীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হয়। তৃতীয় দফার এই বৈঠক থেকে বের হয়ে শ্রমিক নেতারা জানান, মজুরি কমিশন বাস্তবায়নের বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী আরও এক মাস সময় চেয়েছেন। তবে এক মাস পর আসলেই মজুরি কমিশন বাস্তবায়ন হবে কিনা তা অনিশ্চিত। শুধু শুধু সময়ক্ষেপণ করার জন্য এক মাসের কথা বলা হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী