X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যশোরে ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার

যশোর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ২০:৫৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২৩:০৪

স্মার্ট প্রি-পেমেন্ট মিটার ফেব্রুয়ারি থেকে যশোর সদরে চালু হচ্ছে বিদ্যুতের স্মার্ট প্রি-পেমেন্ট মিটার। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) যশোরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও ২-এর আওতায় জেলার প্রায় ৮৬ হাজার গ্রাহকের পুরনো মিটার বদলে দেওয়া হবে এই স্মার্ট মিটার। তবে এর জন্য পুরনো গ্রাহকদের বাড়তি কোনও খরচ দিতে হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ওজোপাডিকোর যশোর বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা যায়, স্মার্ট মিটার স্থাপনে যশোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও ২ কাজ করছে। এই দুই ইউনিটে মোট গ্রাহক রয়েছেন ৮৬ হাজার ৩৩২ জন। এরমধ্যে বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর গ্রাহক ৪৩ হাজার এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর রয়েছে ৪৩ হাজার ৩৩২ জন।

সূত্র জানায়, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার নিরাপদ করবে। এই মিটারিং পদ্ধতিতে ভেন্ডিং স্টেশন (সেবাকেন্দ্র) এবং মোবাইল ফোনের মাধ্যমে বিল পরিশোধ সহজ। এছাড়া মিটারের ব্যালান্স শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে মিটার হতে ১০০ টাকা অগ্রিম ব্যালান্স নেওয়ার ব্যবস্থা থাকবে। এতে বিদ্যুৎ বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই। এছাড়া, সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার), সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে (বিকাল চারটা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত) মিটারে ব্যালান্স না থাকলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে না। এছাড়া গ্রাহক নিট বিদ্যুৎ বিলের ওপর ১ শতাংশ হারে ভর্তুকিও পাবেন।

সূত্র আরও জানায়, স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের দাম ধরা হয়েছে পাঁচ হাজার ৬০০ টাকা। তবে, রিপ্লেসমেন্টের জন্যে গ্রাহককে কোনও টাকা দিতে হবে না। তবে, নতুন মিটারের ক্ষেত্রে বাকিতে মিটার সরবরাহ করা হবে। মিটারের মূল্য গ্রাহকরা মাসিক ৪০ টাকা হারে পরিশোধ করতে পারবেন।

এছাড়া গ্রাহকরা অ্যাপের মাধ্যমে মুঠোফোন থেকে বিদ্যুতের মূল্য পরিশোধ করতে পারবেন। গ্রাহকেরা চাচড়া বিদ্যুৎ ভবনের এবং শহরের চিত্রার মোড়ে কার্যালয়ের ভেন্ডিং স্টেশনে বিদ্যুতের মূল্য পরিশোধ এবং বিদ্যুতের মূল্য পরিশোধের কার্ড কিনতে পারবেন।

যশোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ‘রিচার্জ শেষ হওয়ার আগে মিটার তিন থেকে চারবার সংকেত দেবে। বিকাল চারটায় যদি মিটারের রিচার্জ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে পরদিন সকাল ১০টা পর্যন্ত গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। আর যদি সাপ্তাহিক ছুটির দিনে রিচার্জ শেষ হয়, সেক্ষেত্রে রবিবার সকাল ১০টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে রিচার্জ শেষ হলে ছুটি শেষে পরদিন সকাল ১০টা পর্যন্ত গ্রাহক বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পাবেন। গ্রাহকের ব্যাংকে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে বিদ্যুৎ বিল দিতে হবে না। বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমেই বিল দেওয়া যাবে।’

যশোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার চালু হলে বিদ্যুতের বিল নিয়ে গ্রাহকদের কোনও অভিযোগ থাকবে না। বিদ্যুৎ বিল বকেয়া রাখারও সুযোগ থাকবে না। প্রিপেইড মোবাইল সংযোগ ব্যবহারের মতোই গ্রাহক জেনে-বুঝে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী