X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ভারত থেকে আসবে জ্বালানি তেল, পাইপ পৌঁছালো বেনাপোলে

বেনাপোল প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৮

ভারত সরকারের দেওয়া পাইপের চালান গন্তব্যে পৌঁছানোর গাড়িতে ওঠানো হচ্ছে ভারত-বাংলাদেশের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির অংশ হিসেবে ভারত সরকারের দেওয়া পাইপ লাইনে আসবে জ্বালানি তেল। ৩০৩ কোটি রুপির অনুদানের প্রথম চালানের পাইপ ইতোমধ্যে স্থলবন্দর বেনাপোলে প্রবেশ করেছে এবং ছাড়করণের কাজও শুরু হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি দু-দেশের ব্যাবসায়ীরা বেনাপোল টিটি টার্মিনালে পাইপের আনুষ্ঠানিক হস্তান্তর হয়।
জানা গেছে, ১৩০ মাইল মাটির তলা দিয়ে বসানো হবে এই পাইপ লাইন। ইতোমধ্যে ৬ ফুট করে জমি ভূমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে। যার আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের নমালীগ্রাহা রিফাইনারি লিমিটেড।
ব্যবসায়ীরা জানান, বাংলাদেশকে দুবাইসহ অনান্য দেশ থেকে জ্বালানি তেল আমদানি করতে হতো। এতে যেমন দীর্ঘ সময় লাগতো তেমনি অর্থও বেশি খরচ হতো। এখন ভারতের শিলিগুড়ি থেকে পাইল লাইনের মাধ্যমে তেল আমদানিতে কম খরচে খুব দ্রুত তেল পাবর্তীপুরে পৌঁছাবে। এতে যেমন সময় কম লাগবে তেমনি খরচও কমে আসবে। ভারত সরকারের অর্থনৈতিক সহযোগিতায় এমন চুক্তি বাংলাদেশের জন্য মাইল ফলক হয়ে থাকবে বলে মত প্রকাশ করেছেন তারা।
বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন,‘সৌহার্দ্যের আরও একটি মাইল ফলক সৃষ্টি হলো। ভারত সরকারের দেওয়া সহায়তায় পাইপ লাইনে আসবে জ্বালানি তেল।’

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. টিপু সুলতান বলেন, ‘দ্রুত গতিতে স্বল্প সময়ে অল্প খরচে আসবে তেল। এতে উপকৃত হবে দু'দেশ।’
ভারত সরকারের দেওয়া পাইপের চালান গন্তব্যে পৌঁছানোর গাড়িতে ওঠানো হচ্ছে নমালীগ্রাহা রিফাইনারী লিমিটেড-শিলিগুড়ি ভারতের প্রধান ম্যানেজার (প্রজেক্ট) নিরোদ কুমার হালুয়া বলেন, ‘ফ্রেন্ডশিপ পাইপ লাইন দুই দেশের বন্ধুত্ব সম্পর্ককে আরও জোরদার করবে।’
আমদানিকারক প্রতিষ্ঠান গলফ ওরিয়েন্ট সিউস লিমিটেড ঢাকার ম্যানেজিং ডিরেক্টর শেখ
মাহফুজ হামিদ বলেন, ‘পাইপের কাজ শুরু হবে মার্চ মাসে। শেষ হবে ২২ সাল নাগাদ।’ এটি বাংলাদেশের জন্য মাইল ফলক বলে জানান তিনি।
বেনাপোল বন্দর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) আব্দুল জলিল জানান, ভারত সরকারের দেওয়া জ্বালানি তেল সরবরাহের পাইপ অনুদানের প্রথম চালান দেশে এসেছে। এর কিছু অংশ ছাড় করা হয়েছে এবং তা দেশের পার্বতীপুরে পৌঁছে গেছে। অনুদানের বাকি পাইপ পর্যায়ক্রমে দেশে আসবে বলে তিনি জানান।
জানা যায়, গত ২০০৪ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ফ্রেন্ডশিপ পাইল লাইনের উদ্বোধন করেন। শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার রাস্তার ৫ কিলোমিটার ভারত অংশে ও ১২৫ কিলোমিটার পড়েছে বাংলাদেশ অংশে। আগামী মার্চের মধ্যে পাইপ লাইন বসানোর কাজ শুরু হবে। ইতোমধ্যে জায়গা অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ প্রকল্পে মোট খরচ হচ্ছে সাড়ে ৬শ’ কোটি টাকা। ভারত সরকার বাংলাদেশ সরকারকে দিচ্ছে ৩০৩ কোটি রুপি।


/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার