X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এজেন্টদের মারধরের অভিযোগে বাগেরহাটে ২ প্রার্থীর ভোট বর্জন

বাগেরহাট প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৩

বাগেরহাটে ৬৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে, নানা অভিযোগে ভোট বর্জন করেছেন দুই চেয়ারম্যান প্রার্থী। এছাড়া কয়েক জায়গায় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনাও ঘটেছে।

সকাল সোয়া ১০টার দিকে জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আউয়াল ভোট বর্জনের ঘোষণা দেন। প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ব্যালট পেপার ছিঁড়ে ফেলার, নৌকায় জোর করে সিল ও এজেন্টদের মারধরসহ নানা অভিযোগে তোলেন তিনি।

অন্যদিকে, বেলা ১২টার দিকে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া প্রতীক) মাসুদ রানা লালন (ঘোড়া প্রতীক) ভোট বর্জন করেছেন। তিনিও এজেন্টদের মারধর, কেন্দ্র থেকে বের করে দেওয়া, নৌকা প্রতীক দেখিয়ে ভোট দিতে বাধ্য করা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ তুলেছেন।

এদিকে, চিতলমারী উপজেলার সদর ও বড়বাড়িয়া ইউনিয়নে দুইপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ২২ জন সদস্যের পাশাপাশি প্রতিটি উপজেলায় তিন প্লাটুন বিজিবি, র‌্যাবের তিনটি টহল টিম, চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট তৎপর রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, ‘বাগেরহাট জেলায় প্রথম ধাপে ৭৫ ইউনিয়ন পরিষদের মধ্যে ৭০টিতে তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। করোনার কারণে দুই দফা পেছানো হয়। এ সময় তিন ইউনিয়নের প্রার্থী মারা যায়। একটিতে মামলায় ও আরেকটি ইউনিয়নে সব পদের একক প্রার্থী বিনা ভোটে আগেই নির্বাচিত হয়। এতে পাঁচ ইউনিয়নে ভোট হচ্ছে না। ৬৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০০, সদস্য পদে দুই হাজার ২৫৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭৬৮ জন লড়ছেন। নির্বাচনে ৫৯৯টি কেন্দ্রে বুথ সংখ্যা দুই হাজার ৮১৯টি। জেলার সব কেন্দ্রেকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী