X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ভেসে গেছে ৮ শতাধিক চিংড়ি ঘের

আবুল হাসান, মোংলা
২০ অক্টোবর ২০২১, ২৩:১৯আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২৩:১৯

টানা তিন দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাগেরহাট জেলায়। এই সময়ে মোংলা বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজে পণ্য ওঠানামার কাজও বন্ধ ছিল। এতে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকা। ভারী বৃষ্টিতে জেলার চার উপজেলায় তলিয়ে গেছে আট শতাধিক চিংড়ির খামার ও বসতবাড়ি। একই সঙ্গে খাদ্যগুদামে বৃষ্টির পানি ঢুকে নষ্ট হয়েছে ভিজিডির চাল। মোংলা, রামপাল, বাগেরহাট সদর ও শরণখোলা উপজেলার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বুধবার (২০ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, টানা তিন দিনের ভারী বর্ষণে শরণখোলা উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। রায়েন্দা সদর ইউনিয়ন পরিষদের খাদ্যগুদামে পানি উঠে ভিজিডির ৬০০ বস্তা চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব চাল নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া উপজেলার ফলপট্টি, কাঁচাবাজার, পূর্বমাথা, টিঅ্যান্ডটি, সরকারি খাদ্যগুদাম এলাকা, শহরতলীর উত্তর কদমতলা, জিলবুনিয়া এবং সাউথখালী ইউনিয়নের বগী, গাবতলা, উত্তর সাইথখালী, দক্ষিণ সাউথখালী ও বকুলতলা এলাকার অন্তত তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকার ৫৪০টি মাছের ঘের, পুকুর তলিয়ে মাছ ভেসে গেছে।

উপজেলা সদরের রায়েন্দা ইউনিয়ন পরিষদের সচিব কে এম মিজানুর রহমান বলেন, ৬০০ বস্তা ভিজিডির চাল ভিজে নষ্ট হয়ে গেছে। সকাল থেকে শুকনা চাল বিতরণ করেছি। ভেজা চাল থেকে পচা গন্ধ ছড়াচ্ছে। উপকারভোগীরা এই চাল নিতে চাচ্ছেন না। তবে ভেজা চালের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উত্তর কদমতলা এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জীবন বলেন, বৃষ্টির পানি সরে না যাওয়ায় এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে গেছে।

সাউথখালী ইউপির চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, তার ইউনিয়নের পাঁচ গ্রামের দুই সহস্রাধিক পরিবারের বাড়িঘরে পানি উঠেছে। বহু ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে।

রায়েন্দা ইউনিয়নের সদর ওয়ার্ডের সদস্য জালাল আহমেদ রুমি জানান, রায়েন্দা বাজারসহ তার ওয়ার্ডে এক হাজার পরিবার পানিবন্দি হয়ে আছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নামতে পারছে না।

উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ৫৪০টি মাছের ঘের, পুকুর ডুবে ১৩ মেট্রিক টন নানা প্রজাতির মাছ ভেসে গেছে। প্রাথমিকভাবে অবকাঠামো ও ভেসে যাওয়া মাছের আর্থিক ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা।

এদিকে, মোংলায় টানা বৃষ্টিতে ২০টি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ বন্ধ ছিল। তবে বৃষ্টি কিছুটা কমে গলে বুধবার (২০ অক্টোবর) সকালে কয়েকটি জাহাজের পণ্য খালাস শুরু হয় বলে বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান। 

এর আগে বৃষ্টির কারণে বন্দরে অবস্থানরত চাল, সারসহ ২১টি বিদেশি জাহাজের মধ্যে ১৯টি জাহাজের পণ্য ওঠানামার কাজ বন্ধ ছিল।

অপরদিকে, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মোংলা ও রামপাল উপজেলার আট শতাধিক মাছের খামার। জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল জানান, প্রাথমিক হিসাবে দুই দিন ধরে টানা বৃষ্টির কারণে জেলার আট শতাধিক মাছের খামার তলিয়ে গেছে।

মোংলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, শুধুমাত্র মোংলা উপজেলায় বৃষ্টির পানিতে চাঁদপাই, চিলা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের ছোট-বড় ৪৯৫টি চিংড়ি খামার তলিয়ে গেছে। দুই দিন ধরে বৃষ্টিপাতের কারণে বাগেরহাট, মোরেলগঞ্জ ও মোংলা পোর্ট, পৌর শহরসহ জেলার নয় উপজেলার ব্যাপক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর ও পুকুরসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও। জোয়ারে নদী-খাল ভরা থাকায় বৃষ্টির পানি নামতে পারায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।

/এএম/

/এএম/
সম্পর্কিত
বৃষ্টির প্রার্থনায় নামাজ
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
সর্বশেষ খবর
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
দিল্লির রেকর্ড রানের জবাবে লড়াই করে হারলো মুম্বাই
দিল্লির রেকর্ড রানের জবাবে লড়াই করে হারলো মুম্বাই
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা