X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খুলনায় ট্যাংক-লরি ধর্মঘট স্থগিত

খুলনা প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ২৩:০৩আপডেট : ২৯ মার্চ ২০২২, ২৩:০৩

ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনায় শ্রমিকদের ডাকা ধর্মঘট আগামী শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ মার্চ) রাতে মহানগরীর নতুন রাস্তা এলাকায় খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হামলার ঘটনায় করা মামলার আসামিরা গ্রেফতার না হলে আগামী রবিবার থেকে পুনরায় আন্দোলন শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার সকাল থেকে পদ্মা-মেঘনা-যমুনা তিনটি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। শ্রমিকদের কর্মবিরতির ফলে খুলনা ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ ছিল। 

এদিকে, হামলার ঘটনায় শ্রমিকনেতা আল আমিনের ভাই বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেছেন। তবে এ মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী বলেন, সোমবার দুপুরে কাশিপুর বাংলার মোড়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আল আমিনকে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা যে যেখানে ছিলেন সেখানে গাড়ি রেখে প্রতিবাদ শুরু করেন। নগরীর নতুন রাস্তার মোড়ে দুপুর ১টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। প্রশাসনের আশ্বাসে বিকাল ৪টায় সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। আসামিদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কর্মসূচি শুরু হয়। রাতে তা স্থগিত করা হয়েছে।

খালিশপুর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় আল আমিনের ভাই জাহাঙ্গীর বাদী হয়ে দুজনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এএম/
সম্পর্কিত
পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপে সমঝোতা, কুড়িগ্রামে বাস চলাচল স্বাভাবিক
কুড়িগ্রাম থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি