X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টাকা নিয়ে বাগবিতণ্ডা, ছেলের হাতে বাবা খুন

কুষ্টিয়া প্রতিনিধি
২০ মে ২০২২, ১৪:৫৮আপডেট : ২০ মে ২০২২, ১৪:৫৮

কুষ্টিয়া শহরে পারিবারিক কলহের জেরে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ মে) সকালে কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম বাবু হোসেন (৪২)। তিনি কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। বাবু ঢাকায় ফেরি করে খেলনা বিক্রি করতেন। তিনি ঢাকা থেকে দু’দিন আগে বাড়ি এসেছিলেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত রমিজ হোসেন (১৮) নিহত বাবুর দ্বিতীয় ছেলে। তিনি দড়ির মিলে কাজ করেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত দু’দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে নিহত বাবু ও তার ছেলে রমিজের মধ্যে ঝগড়া চলছিল। শুক্রবার সকালেও দু’জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় ছেলের আঘাত বাবু গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায়
কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা বলেন, বাবু দু’দিন আগে বাড়িতে আসেন। বাড়িতে এসে ছেলের কাছে টাকা চান। কিন্তু ছেলে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে ঝগড়া চলছিল। এর জেরে শুক্রবার সকালে ছেলে বাবুর মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।

নিহত বাবুর ছোট ছেলে রইচ বলেন, বাবা বড় ভাই রমিজের কাছে টাকা চাইলে সে এক হাজার টাকা দিতে চায়। এতে বাবা রেগে যান। ভোরে বাবা ভাই-আম্মু ও আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ভাই গিয়ে বাবাকে ধাক্কা দেন। এ সময় বাবা পড়ে গিয়ে আঘাত পান, পরে হাসপাতালে নিযে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

মিলপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহিন জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে রমিজ তার বাবাকে মারধর করে। পরে রক্তান্ত অবস্থায় বাবুকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, পারিবারিক বিষয়কে কেন্দ্র হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা