X
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০

রাতের আঁধারে ৩ হাজার কলার কাঁদি কাটলো দুর্বৃত্তরা

মেহেরপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৩

মেহেরপুরে রাতের আঁধারে ১২ কলা চাষির ১৫ বিঘা জমির তিন হাজার কলার কাঁদি কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। রবিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে মেহেরপুর শহরের চুয়াডাঙ্গা সড়কের পাশে একটি মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন- জেলার সদর উপজেলার চাঁদবিল গ্রামের জসিম, আপজেল, আবুল হাশেম, আনাস, আব্দুর রাজ্জাক, তুফান, আবুল কাশেম।

তারা জানান, বিভিন্ন ব্যক্তির থেকে জমি লিজ নিয়ে চুয়াডাঙ্গা সড়কের পাশে শ্রীগাড়ির মাঠে কলা চাষ শুরু করেন। কয়েক দিনের মধ্যে কলা বিক্রির আশা করছিলেন। পূর্ব শত্রুতার জেরে ওইসব কলার কাঁদি কাটা হয়েছে। দুর্বৃত্তরা কলা কেটে জমিতে ফেলে রেখে যায়। সোমবার সকালে কাজ করতে গিয়ে জমিতে টুকরো টুকরো কলা পড়ে থাকতে দেখা কান্নায় ভেঙে পড়েন তারা। 

খবর পেয়ে জেলার কৃষি কর্মকর্তারা কলার বাগান পরিদর্শন করেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চাষিদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

কৃষক আবুল হাশেম কান্না ভেজা কণ্ঠে বলেন, ‘কলা বিক্রি করে জমির লিজের টাকা পরিশোধ করে আবারও কলার আবাদ শুরু করতাম। এখন এমনি দিলেও কেউ এই কলা নেবে না। গরুর খাবার হিসেবে তা ব্যবহার করতে হবে। কারও যেন এমন শত্রু না থাকে। শরীরে আঘাত করলেও এমন কষ্ট হতো না আমার।’

অপর কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘এ বছর তিন বিঘা জমিতে কলার আবাদ করেছিলাম। ছয় লাখ টাকা বিক্রির জন্য ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছিল। কয়েক দিনের মধ্য কলা কাটা শুরু হতো, এখনতো খরচের টাকাও উঠবে না।’ 

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার বলেন, ‘রাতের আঁধারে ১২ জন কৃষকের জমিতে থাকা কলার কাঁদি কেটে নিয়েছে দুবৃর্ত্তরা। এতে কলা চাষিরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কয়েক দিনের মধ্য তাদের কলা বাজারে ভালো দামে বিক্রি হতো। এই মুহূর্তে তারা লোকসানের মুখে পড়লো। আমরা ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করেছি। থানায় তাদের একটি লিখিত অভিযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।’

মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, কৃষকদের কলার ক্ষতির করার ঘটনা শুনেছি। তবে লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২ দিনের মধ্যে বদলি করতে হবে ডিএমপির ৩৩ থানার ওসিকে
২ দিনের মধ্যে বদলি করতে হবে ডিএমপির ৩৩ থানার ওসিকে
বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল 
বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল 
‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
দেশের স্পটিফাই শ্রোতারা কী শোনেন, দেখুন পুরো তালিকা
শীর্ষে জাং কুক, ছয়ে হাবিব এবং জেফার নয় নম্বরে!
সর্বাধিক পঠিত
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে: ম্যাক্রোঁ
হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে: ম্যাক্রোঁ