X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাতের আঁধারে ৩ হাজার কলার কাঁদি কাটলো দুর্বৃত্তরা

মেহেরপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৩

মেহেরপুরে রাতের আঁধারে ১২ কলা চাষির ১৫ বিঘা জমির তিন হাজার কলার কাঁদি কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। রবিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে মেহেরপুর শহরের চুয়াডাঙ্গা সড়কের পাশে একটি মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন- জেলার সদর উপজেলার চাঁদবিল গ্রামের জসিম, আপজেল, আবুল হাশেম, আনাস, আব্দুর রাজ্জাক, তুফান, আবুল কাশেম।

তারা জানান, বিভিন্ন ব্যক্তির থেকে জমি লিজ নিয়ে চুয়াডাঙ্গা সড়কের পাশে শ্রীগাড়ির মাঠে কলা চাষ শুরু করেন। কয়েক দিনের মধ্যে কলা বিক্রির আশা করছিলেন। পূর্ব শত্রুতার জেরে ওইসব কলার কাঁদি কাটা হয়েছে। দুর্বৃত্তরা কলা কেটে জমিতে ফেলে রেখে যায়। সোমবার সকালে কাজ করতে গিয়ে জমিতে টুকরো টুকরো কলা পড়ে থাকতে দেখা কান্নায় ভেঙে পড়েন তারা। 

খবর পেয়ে জেলার কৃষি কর্মকর্তারা কলার বাগান পরিদর্শন করেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চাষিদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

কৃষক আবুল হাশেম কান্না ভেজা কণ্ঠে বলেন, ‘কলা বিক্রি করে জমির লিজের টাকা পরিশোধ করে আবারও কলার আবাদ শুরু করতাম। এখন এমনি দিলেও কেউ এই কলা নেবে না। গরুর খাবার হিসেবে তা ব্যবহার করতে হবে। কারও যেন এমন শত্রু না থাকে। শরীরে আঘাত করলেও এমন কষ্ট হতো না আমার।’

অপর কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘এ বছর তিন বিঘা জমিতে কলার আবাদ করেছিলাম। ছয় লাখ টাকা বিক্রির জন্য ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছিল। কয়েক দিনের মধ্য কলা কাটা শুরু হতো, এখনতো খরচের টাকাও উঠবে না।’ 

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার বলেন, ‘রাতের আঁধারে ১২ জন কৃষকের জমিতে থাকা কলার কাঁদি কেটে নিয়েছে দুবৃর্ত্তরা। এতে কলা চাষিরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কয়েক দিনের মধ্য তাদের কলা বাজারে ভালো দামে বিক্রি হতো। এই মুহূর্তে তারা লোকসানের মুখে পড়লো। আমরা ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করেছি। থানায় তাদের একটি লিখিত অভিযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।’

মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, কৃষকদের কলার ক্ষতির করার ঘটনা শুনেছি। তবে লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা