X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঢাকায় আসছেন খুলনা বিএনপির নেতাকর্মীরা, বাস চলাচল বন্ধের সম্ভাবনা নেই

খুলনা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ১৭:১২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৭:১২

রাজধানীতে ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে ঢাকায় আসছেন খুলনা বিএনপি নেতাকর্মীরা। এরই মধ্যে বাস চলাচলে সমস্যার কথা চিন্তা করে আগেই ঢাকায় পৌঁছে গেছেন অনেক নেতাকর্মী। কেউ কেউ বাসযোগে ঢাকায় রওনা দেওয়ার ছবি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। তবে পথে পথে পুলিশের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন তারা। 

এদিকে, বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত খুলনা থেকে ১৮টি রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাস মালিকরা। তারা বলছেন, ‘ঢাকায় বিএনপির কর্মসূচি নিয়ে আঞ্চলিক রুটে বাস চলাচল বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই।’

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ‌‌‘খুলনা বিএনপির ১০ হাজারের বেশি নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন, আরও যাচ্ছেন। তবে পথে পথে পুলিশ আমাদের নেতাকর্মীদের বাধা দিচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে। খুলনার আঞ্চলিক রুটেও বাস চলাচলে সমস্যার সৃষ্টি করা হচ্ছে।’

খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বুধবার (০৭ ডিসেম্বর) বিকালে ঢাকার উদ্দেশে রওনা দেন। এরপর বাসে বসা ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘মুক্তির সংগ্রামে শামিল হতে আসছি ঢাকায়। দায়বদ্ধতা থেকেই গণতন্ত্রের এই লড়াইয়ে যুক্ত হলাম।’

খুলনার বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, ‘খুলনা থেকে ১৮টি রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির কর্মসূচি নিয়ে আঞ্চলিক রুটে বাস চলাচল বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই।’

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, ‘সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক আছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কোনও রুটে বাস চলাচলে বিঘ্ন ঘটেনি। ১০ ডিসেম্বর ঘিরে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়নি মালিক সমিতি।’

/এএম/
সম্পর্কিত
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ঢাকা দক্ষিণ আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুক্রবার
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা