X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা পানির জন্য দাঁড়িয়ে থাকেন তারা

আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
২৩ মার্চ ২০২৩, ২২:৩২আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২২:৩২

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের বাসিন্দা মাজিদা বেগম (৫০)। স্বামী ও তিন মেয়েকে নিয়ে তার সংসার। প্রতিদিন খাওয়া-দাওয়া, গোসল ও রান্নার কাজে কমপক্ষে ৩০ লিটার পানি লাগে তাদের। বাড়ি থেকে মহসিন সাহেবের নলকূপ পর্যন্ত আড়াই কিলোমিটার পথ। সেখানে গিয়ে পানি আনতে হয়। এজন্য প্রতিদিন চার-পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। পানির জন্য মাজিদার এই সংগ্রাম চলছে বছরের পর বছর। কবে এই কষ্ট থেকে মুক্তি মিলবে তা আদৌ জানেন না মাজিদা।

মাজিদার মতো একই সংগ্রাম বছরের পর বছর চালিয়ে যাচ্ছে উপকূলের অধিকাংশ পরিবার। কারণ শ্যামনগরের ৯৫ শতাংশ এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। এখানের পুকুরের, খালের, বিলের ও নদীর সব পানি লোনা। এ কারণে উপজেলার চার লাখ মানুষ সুপেয় পানির সংকটে ভুগছেন। পানির অভাবে দুঃখে-কষ্টে জীবনযাপন করতে হচ্ছে তাদের। 

মাজিদা বেগম বলেন, ‌‌‘বাড়ির পাশে পানির একটি প্ল্যান্ট আছে। সেখান থেকে ১৮ টাকা দিয়ে ছোট এক ড্রাম পানি কিনতে হয়। প্রতিদিন দুই ড্রাম পানি লাগে। কিন্তু টাকার অভাবে কিনতে পারি না। আবার প্রতিদিন মহসিন সাহেবের নলকূপ পর্যন্ত যেতে পারি না। এজন্য বেশিরভাগ সময় পুকুরের পানি পান করতে হয়। লোনা হলেও এই পানিতেই জীবন চলছে আমাদের।’

পানির জন্য বছরের পর বছর সংগ্রাম চালিয়ে যাচ্ছে উপকূলের অধিকাংশ পরিবার

কেউ কেউ ভ্যানে সুপেয় পানি বিক্রি করেন উল্লেখ করে দাতিনাখালী বনজীবী নারী উন্নয়ন সংগঠনের পরিচালক শিফালী বেগম বলেন, ‘ভ্যান থেকে পানি নিলে দুই কলসি ১০০ টাকা দিতে হয়। পাঁচ জনের পরিবারে ২০০ টাকার পানি লাগে। এ বছর বৃষ্টি কম হয়েছে। আমাদের পক্ষে পানি কিনে খাওয়া সম্ভব না। অধিকাংশ মানুষ দূরদূরান্ত থেকে পানি এনে পান করেন। দিনের অনেকটা সময় পানা আনার কাজেই ব্যয় হয়। যাদের অবস্থা একটু ভালো তার বাড়িতে পানির ট্যাংক বাসিয়ে বৃষ্টির পানি ধরে পান করেন। তবে বেশিরভাগ মানুষ পুকুরের পানি পান করেন।’

আমাদের এলাকার সর্বত্র লোনা পানি জানিয়ে শিফালী বেগম বলেন, ‘দুই-আড়াই কিলোমিটার দূরে গিয়ে পানি আনতে হয়। যারা শ্রমিক তাদের কাজের সমস্যা হয়। মেহমান আপ্যায়নেও বিশুদ্ধ পানি দেওয়া কঠিন হয়ে যায়। এমন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের প্রতিটি দিন।’

উপকূলে সুপেয় পানির সংকট ভয়াবহ বলে উল্লেখ করেছেন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া। তিনি বলেন, ‘লবণাক্ত পানির কারণে নারীরা বিভিন্ন সমস্যায় ভুগছেন। দূরে পানি আনতে গিয়ে অনেক নারী বিভিন্নভাবে হয়রানির শিকার হন। পানি আনতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। পানির সংকট দ্রুত সমাধানের দাবি জানাই।’

গাবুরা ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের এলাকায় টিউবওয়েল যত গভীর করে পোতা হোক না কেন, লোনা পানি ওঠে। শুধু গাবুরায় নয়, গোটা শ্যামনগর উপজেলার চিত্র একই। এখানকার মানুষ পুকুরের পানি পান করেন। ঘূর্ণিঝড় আইলার সময় ২০০৯ সালে লোনা পানি ঢুকে যায় পুকুরগুলোতে। সেই থেকে আজ পর্যন্ত খাবার পানির তীব্র সংকট। সংকট রয়েছে কৃষিজমিতে সেচ দেওয়ার পানিরও। বর্ষাকালে দুই-তিন মাস বৃষ্টির পানি পাওয়া গেলেও বছরের অন্যান্য সময় লোনায় তিক্ত হয়ে ওঠে।’

শ্যামনগরের ৯৫ শতাংশ এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের

বেসরকারি কয়েকটি সংস্থার হিসাব মতে, শ্যামনগরের প্রায় ৯৫ শতাংশ এলাকায় খাবার পানির তীব্র সংকট রয়েছে। ১৯৯০ সালের পর থেকেই শ্যামনগরে খাবার পানির সংকট শুরু হয়। এর জন্য অপরিকল্পিত চিংড়ি চাষ, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসকে দায়ী করেছে এসব সংস্থা। 

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২ ইউনিয়নে পাঁচ হাজার ৭৯৫টি পুকুর ও ১৩৬টি জলমহাল রয়েছে। এর মধ্যে ৪৫৩টিতে পন্ড অ্যান্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) থাকলেও ব্যবস্থাপনার অভাবে অধিকাংশ বন্ধ আছে। এ ছাড়া এক হাজার ৪১২টি গভীর নলকূপ থাকলেও অধিকাংশ অকেজো হয়ে আছে। অগভীর নলকূপ রয়েছে ৪২২। এর মধ্যে বন্ধ রয়েছে তিনটি। যদিও অধিকাংশ নলকূপে লবণ পানি ওঠে। রয়েছে ৩০৪টি বৃষ্টির পানি সংরক্ষণাগার।

এনজিও সংস্থা নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘শ্যামনগর উপজেলাজুড়ে লবণাক্ত পানি। সুপেয় পানির সংকটে আছেন বেশিরভাগ মানুষ। সামর্থ্যবানরা পানি কিনে পান করেন। এ ছাড়া অধিকাংশ মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করেন। উপজেলায় চার লাখ মানুষ সুপেয় পানির সংকটে ভুগছেন। অনেকের বেশিরভাগ অর্থ পানি কেনায় চলে যায়। যারা বিভিন্ন এলাকা থেকে পানি আনেন তাদের অনেক সময় ব্যয় হয়। পানির চাহিদা মেটাতে কিছু এলাকায় পুকুর খনন ও নলকূপ বসিয়ে পানি সরবরাহ করছি আমরা।’

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দুর্যোগের ফলে দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের খাদ্য সংকট, অপুষ্টি, সুপেয় পানির অভাবে রোগ ব্যাধি বৃদ্ধিসহ প্রতি বছর প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে গত ৩৫ বছরে লবণাক্ততা পূর্বের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে।’

উপজেলার চার লাখ মানুষ সুপেয় পানির সংকটে ভুগছেন

শ্যামনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ‘শ্যামনগরের ১২ ইউনিয়নের মধ্যে সাত ইউনিয়নের কিছু জায়গায় অনেক চেষ্টার পর গভীর নলকূপ বসানো হয়েছে। তবে সেগুলো প্রয়োজনের তুলনায় খুবই কম। সেসব নলকূপ থেকে গড়ে ২০টি পরিবার পানি নিতে পারে। সুপেয় পানির চাহিদা মেটাতে ২২টি পুকুর খনন করা হয়েছে। এর মাধ্যমে পানির চাহিদা মেটানো হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার হোসেন বলেন, ‌‘উপকূলীয় এলাকার মানুষের সুপেয় পানি নিশ্চিত করার জন্য কাজ করছি আমরা। অনেকের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। উপজেলার ১৩৬টি জলমহালের মধ্যে ২০-২৫টি লিজ দেওয়া হয়। বাকিগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। যাতে সেখান থেকে পানি নিতে পারেন মানুষজন।’

/এএম/ 
সম্পর্কিত
উপকূলে লবণ পানি নিয়ন্ত্রণ ও সুপেয় পানি নিশ্চিতের দাবি
শান্তি-সম্প্রীতি স্থাপনের এক অনন্য হাতিয়ার পানি: প্রতিমন্ত্রী
গোলটেবিল বৈঠকে বক্তারা‘সুপেয় পানির দেশ হলেও পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছি’
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!