X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

ইবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে আসার পথে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী ভাড়াকৃত একটি বাস। এতে ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া নামক স্থানে রাস্তার ডান দিকে উল্টে যায় বাসটি। এ সময় বাসে আনুমানিক ৪০ জন শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়। দুর্ঘটনায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তার মধ্যে ১২ জন ইবি মেডিক্যালে এবং বাকি ৮ জন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, বাসে ৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থী ছিল এবং বেশিরভাগই ঘুমাচ্ছিলেন। ক্যাম্পাসে আসার সময় চালকও ঘুম ঘুম ভাব নিয়ে বাসটি চালাচ্ছিলেন। বাসটি বিত্তিপাড়ার দুর্ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ করেই বাসের একজন ‘মামা’ বলে চিৎকার করে ওঠেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা দেখতে পান বাসটি রাস্তার বাঁ দিকে থেকে ডান দিকে গিয়ে গড়িয়ে ধান ক্ষেতের মধ্যে উল্টে যাচ্ছে। তবে বাসের গতি তুলনামূলক কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। পরে আহত শিক্ষার্থীদের দেখতে ও শারীরিক খোঁজখবর নিতে মেডিক্যালে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এ সময় তারা আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন।

ইবি মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা মেডিক্যাল টিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে ১২ শিক্ষার্থীকে মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা ছিল একটু গুরুতর। একজনের মাথায় আঘাত, আরেকজনের কানে আঘাত এবং দুজনের পায়ের আঘাত ছিল। আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে এক্স-রে সাজেশন দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। পরবর্তীতে আরও কোন চিকিৎসা দেওয়ার প্রয়োজন হলে আমরা দেবো।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই আমি এবং প্রক্টর মহোদয় ঘটনাস্থলে এসেছি এবং এখানেই রয়েছি। রেকার দিয়ে বাসটি তোলা হয়েছে। আল্লাহর রহমতে কেউ নিহত হয়নি। তবে সবাই কমবেশি আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসা চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০ 
সর্বশেষ খবর
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’