X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় নারীসহ ২৩৫ জন মাদকসেবী ও ব্যবসায়ী’র আত্মাসমর্পণ

নেত্রকোনা প্রতিনিধি
২৭ মে ২০১৭, ১৭:৫৮আপডেট : ২৭ মে ২০১৭, ১৭:৫৮

 

  নেত্রকোনায় নারীসহ ২৩৫ জন মাদকসেবী ও ব্যবসায়ী’র আত্মাসমর্পণ                                                                                                                                                                                                                                           নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলার নারীসহ ২৩৫ জন মাদকসেবী ও ব্যবসায়ী এ পথ থেকে ফিরে আসার অঙ্গিকার করে পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন।

শনিবার দুপুরে নেত্রকোনা পুলিশ লাইন্স মিলনায়তনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লহ আল মামুনের কাছে তারা আত্মসমর্পন করেন।

এ সময় নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রবীন চিকিৎসক ও সমাজসেবক আবুল হামিদ, পাবলিক প্রসিকিউটর জিএম খান পাঠান বিমল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে আত্মসমর্পনকারীদের মাঝে পাঁচটি রিকশা, আটটি সেলাই মেশিন, দশটি ছাগল ও বাকিদের নগদ ৪ হাজার টাকা করে বিতরণ দেওয়া হয়। এর আগে একটি মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ মাদক সেবনকারী ও ব্যবসায়ীরা অংশ নেন। পরে পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পনকরীদের শপথ বাক্য পাঠ করান সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী।

নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন,‘যাদের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে তারা যদি সম্পূর্ণভাবে এ পথ থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে তাদের সব ধরণের আইনি সহায়তা দেওয়া হবে। এসময় তিনি নেত্রকোনা জেলাকে মাদকমুক্ত করার জন্য সবার সহযোগীতা কামানা করেন।

উল্লেখ্য, গত চার মাসে পুলিশ অভিযান চালিয়ে ৪২৭ কেজি গাঁজা, ২৬৮.৯০ গ্রাম হেরোইন, ৩১২০ পিস ইয়াবা, ৬৯ পিস ইনজেকশন, ১০ পিস ফেনসিডিল, ১৬৩.২৫ লিটার চোলাই মদ ও ৩৫০ লিটার ওয়াশ আটক করে। এসব মাদকের মূল্য প্রায় কোটি টাকার উপরে বলেও জানায় পুলিশের একটি সূত্র। এসময় ৫১৯ জনকে আটক এবং ২৭৪টি মামলা করা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: লাউয়াছড়া বন গবেষণা কার্যালয়ের সামনে থেকে গাছ চুরি

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী