X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিমান দুর্ঘটনায় নিহত পাইলট এনায়েতের বাড়িতে শোকের মাতম

জামালপুর প্রতিনিধি
০৩ জুলাই ২০১৮, ১১:১৪আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১১:৩৫

এনায়েত কবির পলাশ যশোরের বুকভরা বাঁওরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পাইলট এনায়েত কবির পলাশের মৃত্যুতে তার বাড়িতে চলছে শোকের মাতম। তার অকাল মৃত্যুর সংবাদ কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকার মানুষ। নিহত এনায়েতের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। এনায়েত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন।

জানা যায়, রবিবার (১ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে যশোর মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে কেএইচডব্লিউ মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণ পর টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওরের মধ্যে আছড়ে পড়ে। বিমানটিতে দুইজন পাইলট ছিলেন। একজন স্কোয়াড লিডার মো. সিরাজুল ইসলাম ও আরেকজন স্কোয়াড লিডার এনায়েত কবির পলাশ। দুর্ঘটনায় তারা দুজনই নিহত হন।

নিহত এনায়েত ১৯৯৭ সালে জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি, ১৯৯৯ সালে জামালপুর আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। এরপর ২০০০ সালে ফ্লাইট বিমানে যোগদান করেন। ২০০২ সালের ডিসেম্বরে ৪৬তম কমিশন লাভ করেন তিনি। এনায়েত বিয়ে করেন রাজবাড়িতে। তারিশা নামে তার তিন বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ডা. শফিউদ্দিন ও মা রোকেয়া বেগমের চার সন্তানের মধ্যে বড় ছিলেন পাইলট এনায়েত।

কৃষ্ণপুর গ্রামে গিয়ে দেখা যায়, পুরো গ্রামজুড়ে শোক বিরাজ করছে। মোড়ে মোড়ে লোকজন জটলা বেঁধে এনায়েতের মেধা ও দক্ষতার প্রশংসা করে দীর্ঘশ্বাস ফেলছেন। এনায়েতের বাড়িতে গিয়ে দেখা যায় সুনসান নীরবতা। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই তার পরিবারের লোকজন ঢাকায় রওনা দেন।

নিহত পাইলট এনায়েত কবিরের মামা ডা. আবু তাহের জানান, সোমবার সকালে প্রথম নামাজের জানাজা যশোর বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় ঢাকা বিমান বাহিনীর হেডকোয়ার্টারে দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তেজগাঁও শাহীন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টায় কৃষ্ণপুর গ্রামে এনায়েতের গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয় বলে জানান নিহতের চাচা হায়দার আলী। তিনি বলেন, এনায়েত কবির ছোট থেকেই মেধাবী ও ভদ্র ছিল। এলাকার সবাই তাকে আদর করতো।

ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন রতন বলেন, পাইলট এনায়েতের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোক বিরাজ করছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ