X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

‘ময়মনসিংহ জুটমিলের সাবেক শ্রমিকদের বকেয়া পাওনা মেটাতে উদ্যোগ নেওয়া হবে’

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ০২:৪৭আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০২:৪৭

‘ময়মনসিংহ জুটমিলের সাবেক শ্রমিকদের বকেয়া পাওনা মেটাতে উদ্যোগ নেওয়া হবে’ ময়মনসিংহের শম্ভুগঞ্জ জুটমিলের সাবেক শ্রমিকদের কল্যাণ তহবিল ও অন্যান্য বকেয়া পাওনা পরিশোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘ইতোমধ্যে বিজিএমসির চেয়ারম্যানকে জুটমিল শ্রমিকদের বকেয়া পাওনা বিষয়ে খোঁজ নেওয়ার জন্য ফোনে নির্দেশ দেওয়া হয়েছে।’

শুক্রবার (২২ মার্চ) রাত ১০টার দিকে ময়মনমসিংহ সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। এসময় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা, এএইচএম মোতালেব, বাবুল হোসেনসহ প্রিন্ট ও ইলেকটোনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এই সরকারের আমলে কোনও জুটমিল শ্রমিক অবহেলিত থাকবে না।

উল্লেখ্য, গত ১৯৯৩ সালে শ্রমিক কর্মচারীদের প্রায় ২ কোটি পাওনা মজুরি পরিশোধ ছাড়াই তৎকালীন সরকার জুটমিলটি বন্ধ ঘোষণা করেন। পরবর্তীতে গত ২০০৩ সালে বেসরকারি উদ্যোগে মিলটি চালুর পর সরকার শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দায়িত্ব নিলেও গত ২৬ বছরেও তা পরিশোধ করা হয়নি।

মিল বন্ধ ঘোষণার সময় ১২ শতাধিক শ্রমিক কর্মচারীর বকেয়া পাওনা ছিল প্রায় দুই কোটি টাকা। এরমধ্যে টাকার আশায় থেকে অনেক শ্রমিক মারা গেছেন, বাকিরা কাটাচ্ছেন মানবেতর জীবন। তাই দ্রুত পাওনা মজুরি পরিশোধের ব্যবস্থা করার দাবি করেছেন সাবেক ও বর্তমান শ্রমিক নেতারা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব
বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব
নদী রক্ষার যুদ্ধে আমরা জয়ী হবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নদী রক্ষার যুদ্ধে আমরা জয়ী হবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী
সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে প্রাণ গেলো ২ শ্রমিকের
সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে প্রাণ গেলো ২ শ্রমিকের
বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন
বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান