X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নিখোঁজের ৭ দিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ২২:৪৭আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:৪৭

নিহত মো. মালেক জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় নিখোঁজের ৮ দিন পর ইজিবাই চালক মো. মালেকের (২৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সিনাংলা গ্রামের বড়খাল এলাকায় একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত মালেক মেলান্দহ উপাজেলার বুরুঙ্গা গ্রামের দুলাল মণ্ডলের ছেলে।

এলাকাবাসী জানায়, কিছু দিন আগে মো. মালেক ব্যাটারি চালিত একটি নতুন ইজিবাইক ক্রয় করেন। গত ১২ অক্টোবর বিকালে তিনি বাড়ি থেকে ইজিবাইকটি নিয়ে বের হন। রাতে বাড়ি ফিরে না আসায় পর দিন তার স্ত্রী রিতা বেগম মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়রি করেন। তার সূত্র ধরে পুলিশ গত রবিবার রাতে মেলান্দহ উপজেলার রড়খাল এলাকার শফিকুল ইসলাম সাধু ( ৩২) ও দেওয়ানগঞ্জ উপজেলার মো. আমজাদ নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। আটক দুজনকে আসামি করে গতকাল রবিবার (১৮ অক্টোবর) নিহতের মা মালেকা বেগম একটি অপহরণ মামলা করেন। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক সোমবার ওই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়।

সাধারণ ডায়রি এদিকে, অটোরিকশা চালক মালেকের হত্যাকারী শফিকুল ইসলাম সাধু ও সহযোগিদের ফাঁসির দাবিতে সোমবার (১৯ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিল করে বুরুঙ্গাবাসী।

নিহতের স্ত্রী রিতা বেগম জানান, ১২ অক্টোবর (সোমবার) বিকাল সাড়ে ৩টার দিকে তার স্বামী মালেক ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করেন। তারপরও কোনও হদিস না পাওয়ায় পর দিন থানায় সাধারণ ডায়রি করা হয়। এ ঘটনায় দুজনকে আটকের পর গতকাল রবিবার (১৮ অক্টোবর) তার শাশুড়ি মালেকা বেগম অপহরণ মামলা করেন।

তিনি আরও জানান, আটককৃতরা মালেককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে গিয়েছিল। পরে আটক শফিকুলের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বিল থেকে লাশটি উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মালেককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে বলে স্বীকার করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে