X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হারিয়ে যাওয়া চেকে টাকা তুলে নিলেন অফিস সহকারী! 

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৪

ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও হিসাব-রক্ষকের স্বাক্ষর জাল করে চেক জালিয়াতির অভিযোগে অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানকে (৩০) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আব্দুল্লাহ আল নোমানকে বরখাস্ত করা হয়। বরখাস্ত আব্দুল্লাহ আল নোমান জেলার তারাকান্দার বিসকা ইউনিয়নের বাটুয়াদী গ্রামের আবুল কালামের ছেলে।

বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন জানান, কলেজের অফিস সহায়ক রওশন আরার প্রভিডেন্ট ফান্ডের চেক বই কলেজ অফিসের আলমারি থেকে হারিয়ে যায়। অনেক খোঁজ করেও না পেয়ে চেক হারানোর ঘটনায় ২৪ আগস্ট গৌরীপুর থানায় সাধারণ ডায়েরি করেন রওশন আরা। পরে চেক বই হারানোর বিষয়টি গৌরীপুর কৃষি ব্যাংক কর্তৃপক্ষকেও অবগত করেন তিনি।

তবে ব্যাংকে গিয়ে রওশন আরা জানতে পারেন, তার প্রভিডেন্ট ফান্ডের হিসাব থেকে কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের স্বাক্ষরে চার ধাপে ৪৬ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। 

পরে চেক জালিয়াতি করে টাকা উত্তোলনের ঘটনা রওশন আরা কলেজ কর্তৃপক্ষকে জানায়। এ ঘটনায় গত শনিবার (৪ সেপ্টেম্বর) তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে চেকে স্বাক্ষর জালিয়াতি করে টাকা তোলার ঘটনায় অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানের জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে কমিটি। 

অধ্যক্ষ আরও জানান, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কলেজ ব্যবস্থাপনা কমিটি অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এরপরই বরখাস্ত করে আব্দুল্লাহ আল নোমানকে চিঠি দেওয়া হয়। 

তবে এ বিষয়ে জানতে বরখাস্ত অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানের ফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে