X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জীবনের নিরাপত্তা চাইলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের পদত্যাগকারী প্রাধ্যক্ষ

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২১, ০৯:০৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৯:০৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পদত্যাগকারী দোলনচাঁপা হলের প্রাধ্যক্ষ সিরাজুম মুনিরা জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার বরাবর আবেদন করেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রেজিস্ট্রারের কাছে আবেদনপত্র জমা দেন তিনি।

আবেদনে সিরাজুম মুনিরা উল্লেখ করেন, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের দুজন অনুসারী তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং অশোভন ভঙ্গিতে তাকান। এ ছাড়া প্রতিনিয়ত মোবাইল ফোনে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তার অভাবে  তিনি এখন বাসায় বন্দি অবস্থায় আছেন। রাকিবের অনুসারী ছাত্রলীগ নেতারা তার বাসার আশেপাশে ঘোরাফেরা করে তার ওপর নজর রাখছেন। এ কারণেই তিনি জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর আবেদন করেছেন।

এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক হুমায়ুন কবীর জানান, জীবনের নিরাপত্তা চেয়ে করা আবেদন তিনি হাতে পেয়েছেন। নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় ইতোমধ্যেই সিরাজুম মুনিরার বাসার সামনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবসের বিশেষ খাবারের আয়োজনের টাকা হাতে তুলে না দেওয়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব দোলনচাঁপা মহিলা হলের প্রাধ্যক্ষসহ পাঁচ জন শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ করেন এবং হুমকি-ধমকি দিয়ে ভয় দেখান বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে বুধবার প্রাধ্যক্ষ সিরাজুম মুনিরাসহ পাঁচ শিক্ষক পদত্যাগ করেন। এই ঘটনার পর থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

আরও খবর: ‘আতঙ্কে’ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পদত্যাগকারী ৫ শিক্ষক

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী