X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
বঙ্গমাতা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে ছাত্রীকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার অভিযোগ

জামালপুর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৩, ২৩:১১আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২৩:১১

জামালপুরের মেলান্দহের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে হলে ডেকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নূরে জান্নাতের বিরুদ্ধে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী।

গত সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নূরুন্নাহার বেগম হলের ২৩৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নূরে জান্নাত ফিশারিজ বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

ভুক্তভোগী ছাত্রী জানিয়েছেন, ওই দিন মানসিক নির্যাতনে হলের ২৩৪ নম্বর কক্ষে অসুস্থ হয়ে পড়েন। তাকে ক্যাম্পাসের মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। সোমবার রাত ৮টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বুধবার দুপুরে বাড়িতে ফিরে যান ওই ছাত্রী।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী। লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের নিয়মিত শিক্ষার্থী। গত বৃহস্পতিবার নূরে জান্নাত তাকে ব্যক্তিগতভাবে দেখা করতে বলেন। রবিবার বেলা আড়াইটার দিকে নূরে জান্নাতের সঙ্গে হলে দেখা করেন। তখন তাকে বিশ্ববিদ্যালয়ের এক ছেলে শিক্ষার্থী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি ওই শিক্ষার্থীর বিষয়ে তেমন কিছু বলতে পারেননি। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ফের বিশ্ববিদ্যালয়ের নূরুন্নাহার বেগম হলের ২৩৪ নম্বর কক্ষে ডেকে নেওয়া হয়। তার কাছে আবারও ওই ছেলের ব্যাপারে জানতে চান। একপর্যায়ে এক জুনিয়র শিক্ষার্থীর সামনে ১০ মিনিট তাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। এতে জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ওই ছাত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি নির্যাতন সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। পরে ওই আপু আমাকে ক্যাম্পাসের মেডিক্যাল সেন্টারে নিয়ে যান। আমি বাসায় গিয়ে রাতে আবার অসুস্থ হয়ে পড়ি। আমি লিখিত অভিযোগ দিয়েছি। আমাকে উপাচার্য স্যার হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তখন তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারের কথা বলেছিলেন। আমার সঙ্গে ওই কক্ষে যা ঘটেছে, এ ধরনের ঘটনা যাতে আর কোনও শিক্ষার্থীর সঙ্গে না ঘটে।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে নূরে জান্নাত বলেন, ‘এক ছেলে শিক্ষার্থীকে নিয়ে ক্যাম্পাসে ওই ছাত্রী নানারকম কথাবার্তা বলতেন। এ বিষয়ে তাকে কক্ষে ডেকে জিজ্ঞাসা করা হয়েছিল। পরে আমি শুধু সে (ছাত্রী) কোথায় থাকে, কোন বর্ষে পড়ে, এসব জিজ্ঞাসা করেছি। তাকে কান ধরিয়ে রাখার প্রশ্নই আসে না। এমনকি তাকে র‌্যাগিং করা হয়নি।’

ওই ছাত্রীর অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. কামরুল আলম বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে কিছুই জানানো হয়নি।’

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, ‘ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে প্রেম সংক্রান্ত বিষয়ে নূরে জান্নাতের কাছে অভিযোগ দিয়েছেন এক শিক্ষার্থী। পরে তাকে হলে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।’

/এএম/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
সর্বশেষ খবর
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে