X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ বাস থেকে ফেলে দেওয়া সেই নারীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ জুন ২০২৩, ১৭:৩০আপডেট : ১৮ জুন ২০২৩, ১৮:৪০

ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ বাস থেকে ফেলে দেওয়া পোশাককর্মী মারা গেছেন। রবিবার (১৮ জুন) সকাল পৌনে ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহত নারীর বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলায় বসবাস করতেন। সেখান থেকে শ্রীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর সঙ্গে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেনের কথা হয়। ভিকটিমের বরাত দিয়ে ওসি জানান, গত ১৬ জুন রাত ৯টার দিকে ছুটির পর গাজীপুরের মাওনা থেকে একটি বাসে করে ভালুকায় আসছিলেন ওই পোশাককর্মী। পথে বাসের অন্য যাত্রীরা নেমে গেলে তিনি একা হয়ে যায়। এ সময় বাসের চালক ও হেলপার তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে চালক ও হেলপার তাকে চলন্ত বাসের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে পালিয়ে যায়। এতে ওই নারী মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ওই দিন রাতেই বাসচালক রাকিব মিয়া (২১), হেলপার আনন্দ দাস (১৯) ও আরিফ মিয়াকে (২১) আটক করা হয়। মামলার পর আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

তিনি জানান, হত্যাচেষ্টা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

ওসি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছিল ওই নারী নিজেকে বাঁচাতে বাস থেকে লাফ দিয়েছিলেন। পরে আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে বাসের জানালা দিয়ে ফেলে দেওয়া হয়।’

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী