X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কাঁচি মার্কার নির্বাচনি জনসভায় নৌকায় ভোট চাইলেন মেয়র!

জামালপুর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪, ২৩:১১আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ২৩:১৫

জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনি জনসভায় গিয়ে নৌকায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুল কাদের সেখ! বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী ঈদগাহ মাঠে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।

এলাকাবাসী জানায়, টানা তিনবারের বর্তমান মেয়র আব্দুল কাদের সেখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। দলের মনোনয়ন না পেয়ে প্রতীক বরাদ্দের পর গত ২৯ ডিসেম্বর তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে সমর্থন করেন।

এরপর থেকেই স্বতন্ত্র প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের সঙ্গে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে কাঁচি প্রতীকের ভোট প্রার্থনা করেন পৌর মেয়র আব্দুল কাদের সেখ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনি বৈঠকসহ ভোটারদের কাছে গিয়ে কাঁচি প্রতীকের ভোট চেয়েছেন।

এরই ধারাবাহিকতায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বুধবার বিকালে মহলগিরী ঈদগাহ মাঠে স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষের দিকে সন্ধ্যায় উপস্থিত হয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল কাদের সেখ।

এ সময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) ফরিদুল হক খানের ব্যাপক সমালোচনা করে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের প্রশংসা করেন। পরে তিনি কাঁচি প্রতীকের ভোট না চেয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত সবাইকে দুই হাত তুলে নৌকায় ভোট দেওয়ার আহ্বান করেন। উপস্থিত স্বতন্ত্র প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের ইশারা বুঝতে পেয়ে পুনরায় কাঁচি মার্কায় ভোট চান পৌর মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া (ঈগল প্রতীক)। গত সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহিনুজ্জামানকে সমর্থন দিয়েছেন।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ মঞ্জুরুল মুর্শেদ হ্যাপী, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম দুলালসহ আরও অনেকে।

/কেএইচটি/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই