X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাজেট পেশ হবে তাই হিলি, বেনাপোল স্থলবন্দর শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ, বুড়িমারী সচল

বেনাপোল ও হিলি প্রতিনিধি
০২ জুন ২০১৬, ২৩:৪০আপডেট : ০৩ জুন ২০১৬, ০৯:১৫

বাজেট জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট অধিবেশন পেশ উপলক্ষে বৃহস্পতিবার  দেশের স্থলবন্দরগুলোতে বন্ধ রাখা হয়েছে শুল্ক নির্ধারণ কার্যক্রম।
হিলি ও বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাজেটে আমদানি-রফতানি হওয়া বিভিন্ন পণ্যের শুল্ক কমানো বা বাড়ানোর সম্ভাবনা থাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এছাড়াও শুল্ক নির্ধারণের জন্য ব্যবহৃত অনলাইন সার্ভারটিও এই দিন বন্ধ রাখে এনবিআর।
এছাড়াও ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও পণ্যের আমদানি-রফতানির ওপর নতুন করে নির্ধারিত শুল্ক আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর করা হবে বলে জানিয়েছে স্থলবন্দরগুলো কর্তৃপক্ষ।   

হিলি প্রতিনিধি জানিয়েছেন, আজ জাতীয় সংসদে চলার কারণে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রফতানিকৃত পণ্যের শুল্কহার কম-বেশি হওয়ার সম্ভাবনা থাকায় হিলি স্থলবন্দর শুল্কস্টেশনে পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট, পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন, পণ্য সরবরাহ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য চালু রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে তবে শুল্কস্টেশনের সকল বিভাগ খোলা রয়েছে। এদিকে দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট মো. রাশেদুল ইসলাম বলেন, সংসদে চলতি অর্থবছরের বাজেট অধিবেশন চলার কারণে কাস্টমসে আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিটসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে। এতে আমাদের পণ্যবাহী কিছু ট্রাক বন্দরের ভেতর আটকা পড়ে আছে।

হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় সংসদে চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেট অধিবেশন চলছে। এতে করে নতুন বাজেটে আমদানি রফতানিকৃত অনেক পণ্যের ওপর শুল্ক আরোপ হতে পারে বা কম হতে পারে, যার ফলে শুল্কস্টেশন দিয়ে আমদানি রফতানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট, পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন,পণ্য সরবরাহ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আমদানি রফতানিকারকরা পণ্য আমদানি বা রফতানি করতে পারবেন।

ধারাবাহিকভাবে এটা হয়ে আসেছে। ট্যাক্স বাড়লে বা কমলে সেটা আজ থেকেই কার্যকর হবে।

এ বিষয়ে বাংলা হিলি কাস্টমস অ্যাজেন্ট অ্যাসোসিয়শনের যুগ্ম সম্পাদক শাহীনুর রেজা শাহীন এবং সাবেক চেয়ারম্যান ও উপদেষ্টা আজিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, কাস্টমসে আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিটসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকা নিয়ে কোনও আইন আছে কিনা তাদের জানা নেই। তবে বিগত বছরগুলোতেও একইভাবে বন্ধ ছিল বিল অব এন্ট্রিসহ অন্যান্য কার্যক্রম।

তারা আরও জানান, এখন এনবিআর-এর অনলাইন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ইন্টারনেট থেকেই শুল্ক সংক্রান্ত নবায়িত তথ্যগুলো সংগ্রহ করে পণ্যে যুক্ত করা হতো। বৃহস্পতিবার এনবিআর-এর অনলাইন সার্ভার বন্ধ রাখে। তাই স্থলবন্দরগুলোয় বিল অব এন্ট্রি সাবমিটসহ অন্যান্য কার্যক্রমও বন্ধ রাখা হয়।

জানা যায়, অনলাইন ব্যবস্থা চালু হওয়ার আগে বিগত বছরগুলোয় আমদানিকারকদের কাছ থেকে বন্ডের মাধ্যমে লিখিত নেওয়া হতো।

বেনাপোল প্রতিনিধি জানান, জাতীয় সংসদে বাজেট ঘোষণার কারণে বেনাপোল শুল্ক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ কারণে বন্দর ব্যবহারকারীদের নতুন শুল্কায়ন সংক্রান্ত ‘বিল-অব এন্টি’ দাখিল ও মেনিফেস্ট এন্টি বন্ধ রাখতে হয়েছে। তবে আগের দাখিলকৃত বিল অব এন্ট্রির মালামাল খালাস ও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি চালু রয়েছে।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো.এ এফ এম আব্দুল্লাহ খান জানান, জাতীয় সংসদে বাজেট উত্থাপিত হবে তাই ‘পূর্ব সর্তকতামূলক’ ব্যবস্থা গ্রহণ ও ‘বাজেট ঘোষণা পরবর্তী করণীয়’ আলোচনার জন্য শুক্রবার সকাল ৯টা পর্যন্ত শুল্কভবনে ‘বিল-অব এন্ট্রি’ দাখিল ও মেনিফেস্ট এন্ট্রি বন্ধ রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, ‘যে পণ্যের শুল্কায়ন হার ১০% আছে সেটি ১২% বা ১৫% হতে পারে । এভাবে অন্যান্য পণ্যের শুল্কায়ন হার পরিবর্তিত বা পরিবর্ধিত হতে পারে। সে কারণেই বাজেট ঘোষণার দিন জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে প্রতি বছর সারা দেশের শুল্ক ষ্টেশনগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়ে থাকে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন  জানান, বেনাপোল কাস্টমস হাউজ এক পত্রের মাধ্যমে জানিয়েছেন, বাজেট ঘোষণার কারণে বেনাপোল শুল্কভবনে নতুন করে কোন ‘বিল-অব এন্ট্রি’ দাখিল ও মেনিফেস্ট এন্ট্রি করা হচ্ছে না।

এক প্রশ্নের জবাবে তিনি আরো ও বলেন, প্রতি বছর বাজেট ঘোষণার নতুন নিয়মে কাস্টমস কর্তৃপক্ষ পণ্যের শুল্কায়ন করে থাকেন। নিয়মানুযায়ী বাজেটের হার ১লা জুলাই থেকে কার্যকর করার কথা। রবিবার সকাল থেকে নতুনভাবে শুল্কায়ন সংক্রান্ত সকল কার্যক্রম চলবে বলে পত্রে জানানো হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি জানিয়েছেন, বুড়িমারী স্থলবন্দরে সার্ভার জটিলতার কারণে বুধবার বিকাল ৫টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে সার্ভার চালু হওয়ার পর বর্তমান শুল্ক অনুযায়ী আমদানি রফতানি শুরু হয়।

উপ কর কমিশনার আব্দুল আলীম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশি পণ্য রফতানি হয়েছে চার ট্রাক। ভারত ও ভুটান থেকে পণ্য এসে পৌঁছেছে ১৫০ ট্রাক।

/টিএন/এইচকে/

সম্পর্কিত
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস
জিডিপির অনুপাতে বাজেটের আকার অনেক ছোট: মির্জ্জা আজিজ
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?