X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাঘায় চকরাজাপুর ইউনিয়নে প্রথম নির্বাচন, উন্নয়নের স্বপ্ন চরবাসীর

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
০৪ জুন ২০১৬, ১০:১৫আপডেট : ০৪ জুন ২০১৬, ১৩:২০

রাজশাহী রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে চকরাজাপুর ইউনিয়ন। শনিবার (৪ জুন ) এই ইউনিয়নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নতুন এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী থেকে একজন করে মোট তিনজন প্রার্থী হয়েছেন। প্রথমবারের এ নির্বাচনে তাই উন্নয়নের স্বপ্ন দেখছেন পদ্মার এ চরবাসী।

নুতন এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডিএম বাবলু মনোয়ার দেওয়ান (নৌকা)। বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপি’র সদস্য মোজাম্মেল হক দুলাল সরকার (ধানের শীষ)। আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিযুল আযম (আনারস)। তারা চকরাজাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে জনমত টানার চেষ্টা করেছেন।

এদিকে শনিবারের এই নির্বাচনকে নিয়ে চরবাসী ইতোমধ্যে স্বপ্ন দেখতে শুরু করেছেন। নতুন ইউনিয়ন হওয়ায় পরও এতদিন উন্নয়ন আটকে ছিল। তাই এবার যারা জয়ী হবেন তারা চরবাসীর মুখে হাসি ফোটাবেন বলে আশা করছেন ভোটাররা।

পলাশি ফতেপুর এলাকার রবিউল ইসলাম বলেন, বর্ষার সময়ে নৌকা ছাড়া পারাপারের কোনও ব্যবস্থা থাকে না। একটি খেয়া ছেড়ে গেলে পরের খেয়ার জন্য বসে থাকতে হয়। এছাড়া রাস্তা-ঘাট নেই, একজন সন্তানসম্ভবা মায়ের প্রসব ব্যথা উঠলে তাকে কাঠের তক্তায় শুইয়ে মাথায় করে হাসাপাতালে নিতে হয়। স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত হলে এসব সমস্যা কিছুটা হলেও লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চকরাজাপুরের ভোটার কাদের শেখ বলেন, ইউনিয়ন পরিষদ পদ্মার ওপারে। কোনও কাজে যাওয়াটা মুখের কথা নয়, সারা দিনের ব্যাপার। নতুন ইউনিয়নে এবার প্রথম ভোট হচ্ছে। নতুন ইউনিয়ন পরিষদ হবে। এখন অন্তত হেঁটে ইউনিয়ন পরিষদে যেতে পারবেন এই আশা তার।  

চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতি ডিএম বাবলু মনোয়ার দেওয়ান বলেন, দল সরকারি ক্ষমতায় আছে। এমপি-মন্ত্রীদের সহযোগিতা নিয়ে চরের সার্বিক উন্নয়ন করবো।

স্বতন্ত্র প্রার্থী আজিযুল আযম বলেন, আমার চেষ্টায় চরের জনগনের দীর্ঘদিনের চাওয়া আলাদা ইউনিয়ন করতে সক্ষম হয়েছি। দল আমাকে মনোনয়ন দেয়নি। কিন্তু জনগণ আমাকে মনোনয়ন দিয়েছে। আমি এর আগে অবিভক্ত গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। বর্তমানে আলাদা হয়ে চকরাজাপুর ইউনিয়ন হয়েছে। এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জনগণ আমাকে নির্বাচিত করলে চরের সার্বিক উন্নয়ন করবো।

বিএনপি’র প্রার্থী মোজাম্মেল হক দুলাল সরকার বলেন, আমার সহোদর বড় ভাই গড়গড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আমি নির্বাচিত হলে বড় ভাইয়ের সহযোগিতায় চরের উন্নয়ন করতে পারবো।

ইউনিয়ন সূত্রে জানা যায়, বাঘা উপজেলার পুরনো গড়গড়ি ইউনিয়ন ভেঙে পদ্মার নদীর চরে ৪৬ দশমিক ৪৭২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে চকরাজাপুর ইউনিয়ন গঠিত হয়েছে। পদ্মার ওপারে গড়গড়ি ইউনিয়ন আলাদা রয়ে গেছে। নতুন ইউনিয়নে জনসংখ্যা ২০ হাজার ৪৭২ জন। এর মধ্যে ভোটার সংখ্যা ৮ হাজার ৩৭৬ জন। এর মধ্যে পরুষ ৪ হাজার ২৬৪ ও নারী ৪ হাজার ১৩০ জন।

আরও পড়ুন-  

ফেনীতে ভোট কেন্দ্রে দুর্বৃত্তের হামলায় নিহত ১

নোয়াখালীতে ৩ জন গুলিবিদ্ধ হওয়ার পর ভোট স্থগিত, বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন



/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?