X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে নেত্রকোনায়

নেত্রকোনা প্রতিনিধি
০৫ জুন ২০১৬, ১৮:৫০আপডেট : ০৫ জুন ২০১৬, ১৮:৫২

নেত্রকোনা আজ (রবিবার) সকাল ৬টা থেকে নেত্রকোনায় অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক সমিতি ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন ফেডারেশন। করিমন-নসিমন ও সিএনজি-অটোরিকশাচালিত সব ধরনের যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে শনিবার রাতে জেলায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিক পরিবহন ফেডারেশনের নেতারা।
এতে জেলার ১০টি উপজেলার সঙ্গে জেলা-শহরসহ নেত্রকোনা জেলার সঙ্গে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বগুড়া, পাবনা, রংপুর, বরিশাল, রাঙামাটি, খাগড়াছড়িসহ দেশের অন্যান্য স্থানে বাস চলাচল বন্ধ রয়েছে। এজন্য সকাল থেকেই চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
জেলা পরিবহন কর্মচারী, শ্রমিক ইউয়িনের সাধারণ সম্পাদক সাইফুলর ইসলাম জানান, গত সপ্তাহখানেক আগে মোহনগঞ্জ বিরামপুর বাসস্ট্যান্ডে ইজিবাইক ও সিএনজি চালকরা বাস শ্রমিকদের ওপর হামলা চালিয়ে মারধর করে টাকা-পয়সা নিয়ে যায়। তাই হামলাকারীদের শাস্তি ও বহিরাগত সিএনজি, নসিমন, করিমনসহ ইজিবাইক বন্ধের দাবিতে এই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

নেত্রকোনা জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান বলেন, দীর্ঘদিন ধরে বহিরাগত ও অভ্যন্তরীণ সিএনজি চালকদেরকে নির্দিষ্ট কিছু রোডে চলাচলের জন্য বলা হয়েছিল, কিন্তু তারা বারবার তা অমান্য করে জেলার সব রোডেই অবাধে চলাচল করছে। গত কয়েকদিন আগে মোহনগঞ্জের বিরামপুরে এক বাস শ্রমিককে সিএনজি শ্রমিকরা মারধর করে। এর কোনও সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, বাস পরিবহন মালিক-শ্রমিক ও সিএনজি অটোরিকশাসহ অন্যান্য হালকা যানবাহন মালিক ও শ্রমিকদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। আজ সন্ধ্যায় উভয়পক্ষের নেতাদের নিয়ে এ ব্যাপারে আলোচনায় বসার কথা রয়েছে।

আরও পড়ুন: যশোরের চৌগাছায় ৬ রুটে বাস চলাচল বন্ধ 

/এআর / এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস