X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তনুর ডিএনএ প্রতিবেদন মঙ্গলবার দেওয়া হবে

কুমিল্লা প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ২২:৫২আপডেট : ০৬ জুন ২০১৬, ২২:৫৪

তনু হত্যাকাণ্ড কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ডিএনএ প্রতিবেদন মঙ্গলবার ময়নাতদন্তকারী বোর্ডকে দেওয়া হতে পারে। এই প্রতিবেদনটি সোমবার রাতে সিআইডি ঢাকার ফরেনসিক বিভাগ থেকে কুমিল্লা সিআইডি অফিসে এসে পৌঁছায়। সিআইডি’র কুমিল্লা কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, আদালতের নির্দেশের পর তনুর ডিএনএ প্রতিবেদনটি দিতে সিআইডি তৎপরতা শুরু করে। মঙ্গলবার সকালের দিকে প্রতিবেদনটি ময়নাতদন্তকারী বোর্ড প্রধানকে দেওয়া হবে।
সিআইডির এসআই ও তদন্তকারী কর্মকর্তা গাজী মো. ইব্রাহীম প্রতিবেদনটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পৌঁছে দেবেন। সেইসঙ্গে একটি প্রাপ্তি স্বীকারপত্রও তিনি বোর্ড প্রধান থেকে নেবেন।

এর আগে রবিবার বিকালে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম ডিএনএ’র পুরো প্রতিবেদনটি দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিক্যাল বোর্ডকে দেওয়ার জন্য সিআইডিকে আদেশ দেন। আদালতের এই আদেশের প্রেক্ষিতেই সিআইডি ডিএনএ’র সাতটি পরীক্ষার প্রতিবেদন মেডিক্যাল বোর্ডকে দেবে।

এ ব্যাপারে দ্বিতীয় ময়নাতদন্ত বোর্ড প্রধান ডা. কামদা প্রসাদ সাহা বলেন, সিআইডি কখন প্রতিবেদনটি দেবে তা এখনও জানা যায়নি। প্রতিবেদনটি পেলে দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনও দ্রুত দেওয়া যাবে।

উল্লেখ্য, গত ২০ মার্চ তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাসের বাসার কাছে পাওয়া যায়। ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। এতে মৃত্যুর কারণ নিশ্চিত নয় এবং ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদনটি দেন ময়নাতদন্তকারী কর্মকর্তা। পরে আদালতের আদেশে ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তোলা হয়। এ পর্যন্ত মেডিক্যাল বোর্ড দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দেয়নি।

আরও পড়ুন: মোটরসাইকেলে তিন জন চড়া যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

/এআর /এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ