X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ঢল, যানবাহনের দীর্ঘ লাইন

রাজবাড়ী প্রতিনিধি
১০ জুলাই ২০১৬, ২০:৫২আপডেট : ১০ জুলাই ২০১৬, ২০:৫৫

ঈদের ছুটি শেষে আবারও কর্মমূখী মানুষ জীবিকার তাগিদে ছুটছেন রাজধানী ঢাকায়। এর ফলে রবিবার সকাল থেকেই ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পড়েছে বাড়তি চাপ। অতিরিক্ত  যাত্রী পারাপারে দৌলতদিয়া ঘাটে ছোট বড় যানবাহনের দীর্ঘ লাইন জমেছে।  ফেরিতে সিরিয়াল পেতেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে সাধারণ যাত্রীরা। দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ঢল, যানবাহনের দীর্ঘ লাইন

এদিকে  অতিরিক্ত যাত্রীদের চাপ সামলাতে লঞ্চঘাটে কাজ করছে পুলিশ, আনসার, ব্যাটালিয়ন ও রোবার স্কাউট দল।

লঞ্চে অতিরিক্ত যাত্রী হিসেবে কাউকে না উঠতে প্রশাসনের পক্ষ থেকে নিষেধ আরোপ করলেও যাত্রীরা সময় বাঁচাতে কর্মের টানে অতিরিক্ত জেনেও লঞ্চে উঠছেন।

এদিকে নদী পারাপারে পর্যাপ্ত লঞ্চ ও ফেরির পাশাপাশি ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তার জন্য এবারই প্রথম প্রশাসনের উদ্যেগে স্থাপন করা হয়েছে ৬টি সিসি ক্যামেরা যা ট্রাফিক কন্ট্রোল রুমে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনী।

পাশাপাশি নির্মাণ করা হয়েছে ৫০ ফিট উচ্চতার অস্থায়ী ওয়াচ টাওয়ার। সেখান থেকে ঘাটের চারপাশে ছিনতাই, দালাল চক্র, যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক নজরদারি রাখছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, ঈদে যাত্রীদের পারাপার নিশ্চিত করতে এবার ছোট-বড় ১৯টি ফেরি চলছে। যার মধ্যে বড় রো রো ফেরি ১০টি, কে-টাইপ ফেরি ৩টি ও ইউটিলিটি ফেরি ৬টি।

বিআইডব্লিউটিএ পোর্ট অফিসার সেখ মোহাম্মদ সেলিম রেজা বলেন, ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ২৫ থেকে ৩০টি লঞ্চ চলাচল করছে। এবার লঞ্চের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। কোনও লঞ্চেই অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে না। অতিরিক্ত কোনও ভাড়াও আদায় করা হচ্ছে না।

রাজবাড়ী জেলা ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জণ দাস জানান, যাত্রীদের যাত্রা সুনিশ্চিত করতে পুলিশ সুপার জিহাদুল কবিরের (পিপিএম)  নির্দেশে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। ঘাট এলাকার গুরুত্বপূর্ণ ৬টি স্থানে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আর যানজট ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।

আরও পড়ুন: নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা, আহত ৫ 

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা