X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

রাবি শিক্ষকের লাশ উদ্ধার

রাজশাহী ও রাবি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ২২:০২

আকতার-জাহান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিভাগের শিক্ষক মামুল আব্দুল কাইয়ুম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

মামুল আব্দুল কাইয়ুম জানান, আকতার জাহানের ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু তার ফোন বন্ধ ছিল। যোগাযোগ করতে না পেরে তার ছেলে সোয়াদ ঢাকা থেকে বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে। পরে বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তার কক্ষে যান। সেখানে গিয়ে তারা দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। আকতার জাহানের মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, 'জুবেরি ভবনের ওই কক্ষে একাই থাকতেন আকতার জাাহান। গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তার ঢাকায় যাওয়ার কথা ছিল। তার একমাত্র ছেলে সোয়াদ ঢাকায় থেকে পড়াশোনা করে।'

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহিনুল ইসলাম বলেন, 'হাসপাতালে আনার অনেক আগেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ ময়না তদন্তের আগে বলা যাবে না।'

হাসপাতালে আকতার জাহানের লাশ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক এনামুল হক জানান, এখনও লাশ তার কাছে পৌঁছায়নি। 

মতিহার থানার ওসি হুমায়ন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, 'খবরটা শুনেছি। তবে এ ব্যাপারে আমরা এখনও কোনও অভিযোগ পাইনি। শনিবার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।'

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষক তানভির আহমদের সঙ্গে দীর্ঘদিন সংসার করেন আকতার জাহান। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে শিক্ষকদের জন্য বরাদ্দকৃত ওই আবাসিক ভবনে (জুবেরি) একাই থাকতেন আকতার জাহান। তাদের সংসারে একটি ছেলে (সোয়াদ) রয়েছে। সে ঢাকায় নানির বাড়ি থেকে পড়াশোনা করে। 

/এআরএল/

আরও পড়ুন: 

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ঘনিষ্ঠ করতে চায় তুরস্ক

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে প্রতি চার প্রাপ্তবয়স্কের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন
দেশে প্রতি চার প্রাপ্তবয়স্কের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন
কোরবানির জন্য কী পরিমাণ প্রাণী প্রস্তুত, জানালেন মন্ত্রী
কোরবানির জন্য কী পরিমাণ প্রাণী প্রস্তুত, জানালেন মন্ত্রী
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন, মির্জা ফখরুলকে নানক
ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন, মির্জা ফখরুলকে নানক
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার