X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শায়খ আবদুর রহমানের দুই সহযোগীর ৩০ বছর করে কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৫

  শায়খ আবদুর রহমানের দুই সহযোগীর ৩০ বছর করে কারাদণ্ড সিলেটে আলোচিত ‘সূর্যদীঘল’ বাড়ির অস্ত্র ও বিস্ফোরক মামলায় জঙ্গি শায়খ আবদুর রহমানের দুই সহযোগীর ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও  সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাসুক আহমদ।।

দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি হচ্ছেন আবদুল আজিজ এবং মাজেদুল ইসলাম হৃদয়।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাসুক আহমদ জানান, সূর্যদীঘল বাড়ির অস্ত্র ও বিস্ফোরক মামলায় আদালত ৩৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আজ  রায় ঘোষণা করেছেন। এ মামলায় শায়খ আবদুর রহমানও আসামি ছিলেন। ঝালকাঠীতে বিচারক হত্যার দায়ে ২০০৭ সালের ৩০ মার্চ ফাঁসি কার্যকর হওয়ায় এ মামলা থেকে শায়খ আবদুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়।

মাসুক আহমদ আরও জানান,  ২০০৬ সালের ২ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেট নগরীর পূর্ব শাপলাবাগ সূর্যদীঘল বাড়িতে হরকাতুল জিহাদের জঙ্গিদের গ্রেফতারে অভিযান চালায়। ওই সময় বাড়িটি থেকে বোমার বিস্ফোরণ করে জঙ্গিরা। যৌথবাহিনী ওই বাড়ি থেকে জেএমবির তৎকালীন শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানসহ তার পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। ওই ঘটনায় নগরীর কোতোয়ালি থানার তৎকালীন এসআই  মো. ওয়ালীউল্লাহ বাদী হয়ে শায়েখ আবদুর রহমানসহ ৯ জনকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১৮ মে সিলেট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী জঙ্গি নেতা শায়খ আবদুর রহমানসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে ২০০৮ সালের ২ জানুয়ারি চার্জগঠন শেষে এ মামলার বিচার কাজ শুরু হয়।

আরও পড়ুন:

গুলশান হামলা: ৫ জঙ্গিসহ ৬ জনের লাশ জুরাইন কবরস্থানে দাফন 

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ