X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রের সাজা: এবার ‘গাঁজার গল্প’ শোনালেন ইউএনও

আফজাল হোসেন, টাঙ্গাইল
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩০

টাঙ্গাইলে স্কুলছাত্রকে সাজা বিষয়ে হাইকোর্টের রুল টাঙ্গাইলের সখিপুরে স্কুলছাত্র সাব্বিরকে সাজা দেওয়ার ঘটনা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, স্থানীয় সংসদ সদস্যকে ফেসবুকে হুমকি দেওয়ায় তথ্য প্রযুক্তি আইনে সাব্বিরকে সাজা দেওয়া হয়েছে। তবে সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাজার রায় দেওয়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম রফিকুল ইসলাম বলছেন, মাদকদ্রব্য মামলায় সাব্বিরকে সাজা দেওয়া হয়েছে। আর সাব্বিরের পরিবারের অভিযোগ, মোবাইল কোর্ট পরিচালিত হওয়ার দু’দিন আগেই ১৬ সেপ্টেম্বর পুলিশ তাকে আটক করে।

দু’বছরের সাজাপ্রাপ্ত সাব্বির সখিপুরের প্রতিমা বংকি গ্রামের শাহিনুর আলমের ছেলে। সে বংকি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে সাব্বিরের বিষয়টি নিয়ে তথ্য বিভ্রাট ঘটেছে। ১৮ সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আদালত চলার সময় প্রতিমাবংকি এলাকা থেকে সাব্বির নামের একজনকে প্রায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় । এরপর আসামি দোষ স্বীকার করায় তাকে দোষী সাব্যস্ত করে দু’বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি।’

ইউএনও আরও বলেন, ‘পরে রাতে জানতে পারি আটক ব্যক্তিই এমপি অনুপম শাহজাহান জয়কে হত্যার হুমকি দিয়েছিল। তবে ওই ঘটনার সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া রায়ের কোনও সম্পৃক্ততা নেই।’

ইউএনও এম রফিকুল ইসলাম জানান, ‘মোবাইল কোর্ট পরিচালনা করলে ই- মোবাইল কোর্টে এ সংক্রান্ত তথ্য আপলোড করা হয়। যা এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) এর আওতায় পরিচালিত হয়। এ ছাড়া প্রতিটি মোবাইল কোর্টের তথ্য  আমাদের অফিসের রেজিস্ট্রারে লিপিবদ্ধ থাকে।’

এদিকে সাব্বিরের বয়স নিয়েও অস্পষ্টতা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ। পাসপোর্টে সাব্বিরের জন্ম তারিখ ১০ মে ১৯৯৫ লেখা রয়েছে। সেহিসাবে সাব্বিরের বর্তমান বয়স ২১ বছর। তবে জেএসসি সনদে তার জন্ম  তারিখ দেওয়া আছে ১১ জুলাই ২০০২। এহিসাবে তার বয়স হয় ১৪ বছর। পুলিশ সাব্বিরের পাসপোর্ট জব্দ করেছে।

সাব্বিরের বোন সাহিদা বেগম বলেন, ‘সাব্বিরকে বিদেশ পাঠানোর চেষ্টা করা হয়েছিল। এজন্য পাসপোর্ট তৈরি করে ভারতে গিয়ে সৌদি আরব যাওয়ার চেষ্টা করেছিল সে। ভিসা জটিলতার কারণে সৌদি আরবে যেতে না পেরে সে দেশে ফেরত আসে।’

পাসপোর্ট ও জেএসসি সনদে বয়সের পার্থক্য বিষয়ে সাহিদা বেগম বলেন, ‘বয়স কম হলে পাসপোর্ট দেয় না। তাই কাগজপত্রের ব্যবস্থা করে বয়স বেশি দেখিয়ে আমরা ওর পাসপোর্ট তৈরি করিয়েছি ।’

সাহিদা বেগম আরও বলেন, ‘আমার ভাই এমপিকে হুমকি দেওয়ার সঙ্গে জড়িত না। তার মোবাইল থেকে অন্য কেউ এই কাজ করে থাকতে পারে। তাকে ১৬ সেপ্টেম্বর শুক্রবার পুলিশ ধরে নিয়ে যায়।’

সাব্বিরের বাবা শাহিনুর আলম বলেন, ‘পুলিশ এসে সাব্বিরকে আটক করে নিয়ে যায়। পরে আমরা শুনেছি সাব্বির নাকি এমপিকে হত্যার হুমকি দিয়েছিল। আমরা এ বিষয়ে এমপির কাছে ক্ষমা চেয়েছি।’

সাব্বিরের প্রতিবেশী আসিফ বলেন, ‘বংকি গ্রামের জুলহাসের সঙ্গে সাব্বিরের খুব ভালো সম্পর্ক ছিল। তারা একই ক্লাসে পড়াশোনা করতো। ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার অপরাধে জুলহাসকে স্কুল থেকে বের করে দেওয়ার পর কিছুদিন সাব্বির একা একা চলাফেরা করেছে। পরে আবার তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। ঈদের পরের দিন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা একসঙ্গেই ছিল। এরপরই  শুনতে পেলাম যে, এমপিকে হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে জুলহাস ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছে।’

এদিকে টাঙ্গাইল -৮ আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় বলেন, ‘১৬ সেপ্টেম্বর আমার মোবাইলে সাব্বিরের আইডি থেকে ফেসবুক মেসেঞ্জারে হত্যার হুমকি আসে। আমার পরিবার সম্পর্কে অশালীন মন্তব্যও করে। আমাকে ব্লগারদের মতো করে হত্যা করা হবে বলেও শাসায়। এ কারণে আমি সখিপুর থানায় একটি জিডি করি।’

সখিপুর থানা সূত্রে জানা যায়, সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি উপজেলার বাঘব এলাকার সুরুজ্জামানের ছেলে সাইফুল ইসলাম নামের একজনকেও হুমকি দেওয়া হয়েছে সাব্বিরের ফেসবুক আইডি থেকে। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর সাইফুল সখিপুর থানায় একটি জিডি করেন। জিডি নম্বর ৬২৫।

বুধবার সখিপুরের বংকি  পাবলিক উচ্চ বিদ্যালয়ে গিয়ে সাব্বিরের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সাব্বির স্কুলে অনিয়মিত ক্লাস করে। কিছুদিন আগে তার ফেসবুকে জুলহাস নামের এক ছাত্র এই স্কুলেরই এক মেয়ে ও ছেলের ছবি এডিট করে আপলোডসহ আপত্তিকর মন্তব্য করেছে। বিষয়টি জানাজানি হলে আমরা জুলহাসকে বিদ্যালয় থেকে বহিষ্কার করি এবং সাব্বিরকে শাসিয়ে দেওয়া হয় ভবিষ্যতে সতর্ক হয়ে চলার জন্য।’

স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য রোকসানা পারভীন বলেন, ‘এখনকার ছেলেরা অনেক দুষ্টু। তারা কী করে সবসময় খেয়াল রাখা সম্ভব হয়ে ওঠে না।’

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ আসলাম খান বলেন, ‘মোবাইল কোর্ট পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট যদি ফোর্স চান তাহলে ওসি তা দিতে বাধ্য।’
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাকসুদুল আলম বলেন, ‘১৮ সেপ্টেম্বর মোবাইল কোর্ট করে আসামিকে থানায় পাঠানো হয়। এরপর আমি তাকে জেলহাজতে পাঠাই। ১৬ সেপ্টেম্বর এমপিকে হুমকির বিষয়ে জিডি হয়েছে। সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সাব্বিরকে দুদিন আগে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে তার পরিবারের দাবি অস্বীকার করেন ওসি।

উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালতে সাব্বিরের দু’বছর সাজা দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী হাকিম) ও সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট। তাকে কীভাবে গ্রেফতার করা হলো ও কিসের ভিত্তিতে সাজা দেওয়া হলো, তার নথিপত্র নিয়ে ইউএনও এস এম রফিকুল ইসলাম ও ওসি মোহাম্মদ মাকসুদুল আলমকে ২৭ সেপ্টেম্বর  হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন। এদিকে সাব্বিরকে জামিন দেওয়া হয়েছে।তাকে নির্ধারিত তারিখে স্কুলের সনদ ও বয়স-সংক্রান্ত দলিল নিয়ে হাজির হতে বলা হয়েছে।

/এফএস/এপিএইচ/ আপ-বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি