X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে অগ্নিদগ্ধ গৃহপরিচারিকা উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৬, ১৯:২৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৯:২৭

কুড়িগ্রামে অগ্নিদগ্ধ গৃহপরিচারিকা উদ্ধার কুড়িগ্রামের সদর উপজেলায় রেবা খাতুন (২২) নামে এক গৃহপরিচারিকা অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় হাসপাতাল পাড়ার ওয়ারেছ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অজয় কুমার জানান, রেবা খাতুনের অবস্থা আশংকাজনক হওয়ায় এবং কুড়িগ্রাম সদর হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তার শরীরের প্রায় ৭০ ভাগ পুড়ে গেছে।  

ধারণা করা হচ্ছে, গৃহকর্তা ও তার স্ত্রীর নির্যাতনের ফলে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে রেবা খাতুন। এ ঘটনার পর বাড়িতে তালা লাগিয়ে গা ঢাকা দিয়েছে ওয়ারেছ আলীর ও তার পরিবারের লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. ওয়ারেছ আলী সকালে অফিসে যান। পরে তার স্ত্রী বাড়ির গেটে তালা লাগিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যায়। এর কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে রেবা খাতুনের চিৎকারে পাশের বাড়ির মানুষ এসে তার গায়ে আগুন দেখতে পায়। পরে গেটের তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়।

রেবা খাতুন ২০০৫ সাল থেকে তার চাচা ওয়ারেছ আলীর বাড়িতে গৃহকর্মীর কাজ করে আসছিল। সে রাজারহাট উপজেলার সুলতান বাহাদুর গ্রামের মৃত আব্দুল ওহাবের মেয়ে।   

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে গৃহকর্তা ও তার স্ত্রীর নির্যাতনের ফলে রেবা খাতুন আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি