X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ইউপি চেয়ারম্যানের বিজ্ঞাপন!

ইব্রাহিম রনি, চাঁদপুর
১১ নভেম্বর ২০১৬, ১৯:৪৫আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ২০:৩৩

ট্রাম্পের প্রতি সেলিম খানের সেই শুভেচ্ছা বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট পদে বিজয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে চাঁদপুরে এক ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে স্থানীয় দৈনিক পত্রিকায় ছাপা হয়েছে বিজ্ঞাপন। বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে প্রথমে অস্বীকার করলেও পরে বিজ্ঞাপন ছাপানো কথা স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান সেলিম খান।

সেলিম খান সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান  ও একইসঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এলাকায় তার বালু উত্তোলনের ব্যবসা আছে বলেও জানা যায়। স্থানীয় দৈনিক চাঁদপুর বার্তা পত্রিকায় তার নামে এ বিজ্ঞাপন ছাপা হয়। এ পত্রিকাটির মালিক সেলিম খান নিজেই। 

বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে প্রথম দফায় তিনি বলেন, পত্রিকার সম্পাদক আগ্রহী হয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বিজ্ঞাপনটি ছেপেছেন। আমি জানতাম না। ছাপার পর দেখেছি।

পরে আবার বলেন, আমরা জরিপে দেখছি তিনি (হিলারি ক্লিনটন) অনেক পিছিয়ে। কিন্তু নির্বাচন হওয়ার পর দেখলাম বিশাল ব্যবধানে ট্রাম্প জিতেছে। এ জন্যই আমি তাকে অভিনন্দন জানিয়েছি।

বৃহস্পতিবার দৈনিক চাঁদপুর বার্তার প্রথম পাতার বিশাল অংশ জুড়ে ছাপা হওয়া ওই অভিনন্দন বার্তায় লেখা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেক্টোরাল ভোটে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ ঐতিহাসিক বিজয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে চাঁদপুর জেলাবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

এখানে কোনও রাজনৈতিক কারণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তা বলতে পারবো না। তবে আমি ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট। ইউনিয়নের চেয়ারম্যান। আমি একজন সচেতন নাগরিক। জনগণের সঙ্গে সব সময় থাকি। এলাকার উন্নয়নের কাজে আমি ব্যস্ত থাকি। নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। আমি অত বড় নেতা হইনি।

তিনি আরও বলেন, প্রতিদিন টিভিতে হিলারি ও ট্রাম্পের বিতর্ক দেখেছি। জরিপেও দেখেছি ট্রাম্প পিছিয়ে আর হিলারি এগিয়ে রয়েছেন। কিন্তু নির্বাচনে দেখলাম বিপুল ভোটে ট্রাম্প নির্বাচিত হয়েছেন। তাই আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তাকে অভিনন্দন জানিয়েছি।

বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনেতৃবৃন্দ। শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিরোধী দলের প্রধানরাও।

/এইচকে/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা