X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পাশের গ্রামের এক সাঁওতালকে দিয়ে মামলা করিয়েছে পুলিশ, জানেন না ক্ষতিগ্রস্তরা

গাইবান্ধা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৬, ১৪:০০আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৪:১৭

গোবিন্দগঞ্জে ইক্ষু খামারে গড়ে ওঠা সাঁওতালদের পুড়িয়ে দেওয়া ঘরবাড়ি (ফাইল ফটো) গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁওতালদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও গুলি করে হত্যার ঘটনায় মামলা করেছেন এক সাঁওতাল। বুধবার গভীর রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। তবে সাঁওতাল নেতাদের দাবি, এ মামলা ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে করা হয়নি।

আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রণাথ সরেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মূল ঘটনা আড়াল করতে এবং দোষীদের বাঁচাতে পুলিশ অতি উৎসাহী হয়ে অন্য গ্রামের এক সাঁওতালকে দিয়ে মামলাটি করিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী রবিবার ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষ থেকে আমাদের মামলা দায়ের করার কথা রয়েছে।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, ‘উপজেলা মুয়ালীপাড়া গ্রামের সমেস মরমুর ছেলে স্বপন মরমু বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় অজ্ঞাত ৫/৬শ’ জনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর-২৩, তারিখ: ১৬ নভেম্বর’ ২০১৬। এ মামলায় কাউকে এজাহার নামীয় আসামি করা হয়নি।’

তিনি আরও জানান, ‘এই মামলার পর রাতেই অভিযান চালিয়ে উপজেলা চক রহিমপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে মানিক মিয়া (২৬), হোসেন আলীর ছেলে বাদশা মিয়া (৫০), তরফ কামাল গ্রামের ওয়াহেদ বাবুর ছেলে চয়ন মিয়া (২৫), সাহেবগঞ্জ গ্রামের আব্দুল জোব্বারের ছেলে আব্দুর রশিদ (৬০) ও আসাদুজ্জামানের ছেলে শাহ নেওয়াজকে (৩৮) আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে গোবিন্দগঞ্জ আদালতে পাঠানো হয়।’

গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে তীরবিদ্ধ হয়েছেন ৯ জন পুলিশ সদস্য এবং গুলিবিদ্ধ হন চার জন সাঁওতাল। এ ঘটনায় তিন জন সাঁওতাল মারা গেছেন। পরবর্তীতে পুলিশ-র‌্যাব ওই দিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এক অভিযান চালিয়ে মিলের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করে। এ সময় তাদের ঘরবাড়ীতে আগুন দিয়ে মালামাল লুটপাট করে দুর্বৃত্তরা।

ওই সংঘর্ষের ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে ঘটনার দিন রাতে ৪২ জনের নাম উল্লেখ করে এবং ৩/৪শ’ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা দায়ের করেন। এ পর্যন্ত পুলিশ চার জনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, চিনিকল কর্তৃপক্ষ চুক্তি ভঙ্গ করায় অধিগ্রহণের চুক্তি অনুযায়ী বাপ-দাদার ওই জায়গা ফিরে পেতে চলতি বছরের ১ জুলাই থেকে সাঁওতালরা সেখানে ঘর তুলে বসবাস শুরু করে।

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পরপর দুবার কমলো এলপিজির দাম
পরপর দুবার কমলো এলপিজির দাম
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে