X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে হামলা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সাক্ষী আশুতোষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৭, ২২:৩২আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ০৮:৫১

নাসিরনগরে হামলা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সাক্ষী আশুতোষ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ধর্ম অবমাননায় অভিযুক্ত রসরাজ দাসের চাচাতো ভাই ও তথ্য প্রযুক্তি আইনের মামলার সাক্ষী আশুতোষ দাস। বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি ও এর আগে গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে তিনি এসব তথ্য দেন।

আশুতোষ নাসিরনগরের হরিপুর গ্রামের অনুকুল দাস প্রকাশ মনা মাস্টারের ছেলে। 
ধর্ম অবমানাকর ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে রসরাজ দাসের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করে নাসিরনগর থানা পুলিশ। মামলাটির তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার গোয়েন্দা পুলিশ সাক্ষী আশুতোষকে আদালতে হাজির করে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে কে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট করেছে, পোস্টের বিষয়টি রসরাজ দাস কিভাবে জানতে পেরেছে এবং পরে এ বিষয়ে কে ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছে, এসব গুরুত্বপূর্ণ বিষয়ে গোয়েন্দা পুলিশকে তথ্য দিয়েছে আশুতোষ। এসব তথ্য আদালতে দেওয়া জবানবন্দিতেও উল্লেখ করেছেন আশুতোষ ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, আশুতোষের কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পেরেছি। রসরাজের খুবই ঘনিষ্টজন ছবি পোস্ট করে বলে সে আমাদের কাছে স্বীকার করেছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আদালতে দেওয়া জবানবন্দিতেও আশুতোষ অনেক তথ্য দিয়েছে। কিন্তু নথি না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও তথ্য বলা ঠিক হবে না।
তিনি আরও জানান, আশুতোষের দেওয়া তথ্য অনুযায়ী রসরাজের মামলাটি অনেক অগ্রগতি হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে এই মামলার রহস্য উদঘাটন করতে পারব।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, হরিপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু লালের ওমান প্রবাসী ছেলে মামুন রসরাজের মোবাইল ফোনে কল করে ছবি পোস্ট হওয়ার বিষয়টি অবগত করে এবং মুছে ফেলতে বলে। রসরাজ তখন বিলে থাকায় তার ছোট ভাই পলাশ ফোন ধরে। তখন আলোচনার প্রেক্ষিতে মামুন ক্ষমা চাওয়ার একটি পোস্ট লিখে ইমুতে দেন। আশুতোষ ছবি মুছে দিয়ে (রিমোভ) ওই পোস্ট ফেসবুকে দিয়ে দেন। তার আরেক চাচাতো ভাই হৃদয় ফেসবুক আইডিটি খুলে দেন বলে আশুতোষ পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়।
প্রসঙ্গত, ধর্ম অবমানাকর ছবি ফেসবুকে পোস্ট দেওয়ার প্রতিবাদে ৩০ অক্টোবর ডাকা সমাবেশ থেকে নাসিরনগরের হিন্দুদের মন্দির ও বাড়িতে হামলা চালানো হয়। এর আগে ২৯ অক্টোবর পুলিশ রসরাজ দাসকে গ্রেফতার করে। আশুতোষ রসরাজের ফেসবুক পাসওয়ার্ড জানতো এমন খবর চাউর হওয়ার পর তিনি ভারতে চলে যান বলে এলাকায় গুঞ্জন শুরুহয়। পরে  পুলিশ কৌশলে তাকে তাদের কবজায় নিয়ে আসে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর রিপোর্ট অনুযায়ী রসরাজের মোবাইল ফোন থেকে ছবি পোস্ট হয়নি বলে আগে থেকেই নিশ্চিত  হয় পুলিশ।  

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ