X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘ধর্মনিরপেক্ষতা ধারার মূল শক্তি ছিলেন বঙ্গবন্ধু’

রাবি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৬

ড. তাজিন ম্যাহনাজ মুরশিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষতা ধারার মূল শক্তি ছিলেন বলে মন্তব্য করেছেন বেলজিয়ামের ডেভেলপমেন্ট রিসার্চ কো-অপারেশনের অন্যতম পরিচালক ড. তাজিন ম্যাহনাজ মুরশিদ। তিনি বলেন, ‘ধর্মনিরপেক্ষতাকে বিসর্জন দেওয়াটা ছিল নতুন ‘শাসন নীতির’ জরুরি অংশ। যা আবারও ভাষা, পরিচয় ও সংস্কৃতির নাজুক কিন্তু বিতর্কিত বিষয়কে সামনে নিয়ে আসে।’
বুধবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক বিশেষ বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
‘বাঙালির আত্মপরিচয়ে ধর্মনিরপেক্ষতার অন্তর্ভুক্তি: ভাষা আন্দোলন প্রসঙ্গ’ শীর্ষক এ বক্তৃতার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)। দুপুর ১টা পর্যন্ত এ বক্তৃতা চলে।
আইবিএস-এর পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, সম্মানিত অতিথি ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক ও অর্থনীতিবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা।
বক্তৃতায় কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘এদেশকে যদি আমরা চাই হিমালয়ের মতো উচ্চতা দিতে পারবো। কিন্তু কিছু লোক আছে যারা বাধার সৃষ্টি করে। এদের সবাইকে ঠেলে বাংলা ভাষা টিকে আছে,থাকবে। এখন পৃথিবীতে ৩০ কোটি লোক বাংলায় কথা বলে।’
বক্তৃতায় অর্থনীতিবিদ সনৎকুমার সাহা বলেন, ‘মুসলিম স্বকীয়তাকে বাড়ানোর জন্যই পাকিস্তান রাষ্ট্র তৈরি করা হয়েছিল। কিন্তু ধর্মনিরপেক্ষতা ও পাকিস্তান একসঙ্গে থাকতে পারে না। আমরা কি সচেতনভাবেই ধর্মনিরপেক্ষ হয়েছি? পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতে পেরেছি? যে দল ক্ষমতায় আসে, তারা নিজেদের দলভারী করতে সব মতাদর্শের সঙ্গেই হাত মেলাচ্ছে। তাই পাকিস্তান ভূত ও ধর্মের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?