X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি পৌর নির্বাচন: জিরো টলারেন্সের নির্দেশ ইসি’র

রাঙামাটি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২০

  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বাঘাইছড়ির স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী
নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম চ্যালেঞ্জ রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন। দেশের বৃহত্তম ও সীমান্তবর্তী এই উপজেলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যেকোনও প্রকার বিশৃঙ্খলার ক্ষেত্রে জিরো টরালেন্সের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা বিষয়ক এক জরুরি সভায় এই নির্দেশ দেন তিনি।






বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের কাজে নিয়োজিত রিটার্নিং অফিসার, পোলিং অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী। 
এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাজিমউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. আবুল কালাম চৌধুরী, নয়টি কেন্দ্রের প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
এদিকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) পৌরসভা নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে বাঘাইছড়ি পৌরসভা। শুক্রবার দুপুরের মধ্যেই নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে নয়টি কেন্দ্রে। এসেছেন আইন-শৃঙ্খলাবাহিনী ও নির্বাচনী কর্মকর্তারাও। পুলিশ, বিজিবির পাশাপাশি র্যা বের টহলও জোরদার করা হয়েছে। সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাজিমউদ্দিন।
রাঙামাটি জেলার সবচেয়ে দূরবর্তী এবং আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা হলো বাঘাইছড়ি। এই উপজেলার একমাত্র পৌরসভায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এতে এবার লড়ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ (নৌকা), বিএনপি (ধানের শীষ) এবং স্বতন্ত্র একজন প্রার্থী (মোবাইল প্রতীক)।
পৌর নির্বাচনে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে বাঘাইছড়ি ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণার সময়সীমা শেষ হয়ে যাওয়ায় মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের জাফর আলী খান, বিএনপির ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান শুক্রবার দিনভর নিজ নিজ বাড়িতে নির্বাচনী কর্মকাণ্ড তদারক ও শেষ মুহূর্তের কাজগুলো সেরে নিচ্ছেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাঘাইছড়ি পৌরসভার ৯টি কেন্দ্রের ৩৩টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটারের সংখ্যা ১০ হাজার ১৭৭ জন। এর মধ্যে নারী ভোটার ৪ হাজার ৭৭০ জন। মোট ভোটারের মধ্যে ১ হাজার ৭০০ জন হলেন পাহাড়ি ভোটার।

উপজেলার বিভিন্ন স্থানে সরেজমিনে ঘুরে ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সব মিলিয়ে শনিবার নতুন নগরপিতা নির্বাচনে ভোট দিতে প্রস্তুত বাঘাইছড়িবাসী।

/জেএইচ/



সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই