X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচন: ভোটের সরঞ্জাম বিতরণ শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ১৬:১৯আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৬:২২

সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচন: ভোটের সরঞ্জাম বিতরণ শুরু সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতোমধ্যে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। বৃষ্টির কারণে বিতরণ কার্যক্রম বিলম্ব হলেও সকাল ১১টা থেকে সবকটি কেন্দ্রে নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার, সিল, অমোচনীয় কালিসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ চলছে।
দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. হাফিজুর রহমান বলেন, ‘বৃষ্টির কারণে ভোটের সামগ্রী বেলা ১১টা থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বিকাল পর্যন্ত চলবে।’
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দিরাই ও শাল্লা উপজেলা ১১০টি ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ৫ ফ্রেব্রুয়ারি এ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে এ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা নৌকা প্রতীক নিয়ে ও স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। দুই উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যা ব, বিজিবি ও আনসার ব্যাটালিয়ন থাকবে নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে। দিরাই উপজেলায় ১০ জন ও শাল্লা উপজেলায় ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনি দায়িত্ব পালন করবেন।
পুলিশ সুপার অফিস সূত্রে জানা যায়, নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ৩ হাজার ২৫৭ জন সদস্য নিয়োজিত থাকবেন। পুলিশ সদস্য ১ হাজার ৩৭০ জন, র্যা ব ১৩৭ জন, বিজিবি ১২০ জন, আনসার ব্যাটলিয়নের ৫০ জন সদস্য, এপিবিএনের ৪০ জন ও ১ হাজার ৫৪০ জন আনসার সদস্য নির্বাচনের মাঠে থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত, স্ট্রাইকিং ফোর্স ও পুলিশের ভ্রাম্যমাণ টিম মাঠে কাজ করবে। প্রতিটি কেন্দ্রে ১০ জন পুলিশ মোতায়েন থাকবে। প্রতি ৩টি ভোট কেন্দ্রে ১ টি মোবাইল টিম থাকবে। প্রতিটি ইউনিয়নে ১টি করে স্ট্রাইকিং ফোর্স থাকবে।

উল্লেখ্য, উপ নির্বাচনের ভোট গ্রহণ হবে ৩০ মার্চ। নির্বাচনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ২০২ জন। দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনের ১৩ টি ইউনিয়নের ১১০টি ভোটকেন্দ্রের ৫০২টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে। গত ৫ ফেব্রুয়ারি দিরাই-শাল্লার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
ড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!