X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রাউধা ‘আত্মহত্যা’ করেছে দাবি ইসলামী মেডিক্যালের তদন্তে, হত্যা মামলায় 'ক্ষুব্ধ' সিরাত

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
১১ এপ্রিল ২০১৭, ২০:০৭আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ২০:১৮

রাউধা আথিফ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, মডেল ও মালদ্বীপের নাগরিক রাউধা আথিফ ‘আত্মহত্যা’ করেছে বলে তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে। শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে ও লিখিত জবানবন্দি নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে। মেডিক্যালের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মুকিত সরকারকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার (১১ এপ্রিল) কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের কাছে প্রতিবেদন জমা দেন। রাউধার বাবার দায়ের করা হত্যা মামলার বিষয়ে কমিটি কিছু জানে না বলেও দাবি করা হয়েছে।

এদিকে রাউধার মৃত্যুতে তার বাবা ডা. মোহাম্মদ আথিফের দায়ের করা মামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ভারতের কাশ্মীরের মেয়ে সিরাত পারভীন মাহমুদ। সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা না বলে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের মাধ্যমে তিনি জানিয়েছেন, রাউধার মৃত্যুর সঙ্গে তার কোনও ধরনের সম্পর্ক নেই।

এদিকে রাউধার অপমৃত্যুর মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রাশেদুল হক বলেন, ‘রাউধার বাবা বাদী হয়ে আদালতে যে হত্যা মামলাটি দায়ের করেছে তার কাগজপত্র আমাদের হাতে আসেনি। থানা থেকে মামলার কপিটি আমাদের কাছে এলে অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হবে। এরপর সেভাবেই মামলার তদন্তকাজ এগিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘রাউধার ব্যবহৃত আইফোন ও ল্যাপটপ আদালতের মাধ্যমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেখান থেকে কোনও তথ্য পাওয়া যায় কিনা আমরা সেটাও খতিয়ে দেখছি।’ রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত মামলাটি থানায় রেকর্ড হয়নি। রাউধার বাবা মোহাম্মদ আথিফ

ইসলামী ব্যাংক মেডিক্যালের তদন্ত কমিটির আহ্বায়ক ও কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মুকিত সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাউধা আত্মহত্যা করেছে বলে উল্লেখ করে আমরা তদন্ত প্রতিবেদন অধ্যক্ষকে জমা দিয়েছি। এই বিষয়ে মেডিক্যাল কমিটির ময়নাতদন্তের প্রতিবেদন, শিক্ষার্থীসহ রাউধার সঙ্গে সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে ও লিখিত জবানবন্দি নিয়ে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রতিবেদন তৈরি করেছি। তবে রাউধার বাবা ‘হত্যা’ করা হয়েছে বলে আমাদের আরেক শিক্ষার্থীকে আসামি করে যে মামলা দায়ের করেছেন সে বিষয়ে আমরা গণমাধ্যম থেকে জেনেছি।’

রাউধা কেন আত্মহত্যা করেছে- এবিষয়ে কিছু জানা গেছে কিনা এমন প্রশ্নে মো. আব্দুল মুকিত সরকার বলেন, ‘এটা বলা মুশকিল। তার আইফোনটা লক আছে। লক খুলে পরীক্ষা করা গেলে অনেকটা বোঝা যাবে।’ 

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রধান ও অধ্যাপক ডা. মামুন-উর-রশীদ, বায়োকেমিস্ট্র বিভাগের প্রধান, অধ্যাপক ডা. ওবায়দুল্লাহ, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও ময়না তদন্তকারী কমিটির সদস্য অধ্যাপক ডা. এমদাদুর রহমান এবং মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক হোস্টেল ইনচার্জ ডা. লায়লা আখতার।

এদিকে ভারতের নাগরিক সিরাতের বিরুদ্ধে রাউধার বাবার মামলা দায়ের প্রসঙ্গে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের সেক্রেটারি মো. আব্দুল আজিজ রিয়াদ বলেন, ‘সিরাত এখন পড়ালেখা নিয়ে ক্যাম্পাসে ব্যস্ত আছে। মামলার বিষয়টি সে গণমাধ্যমে জেনেছে। এই নিয়ে মঙ্গলবার সকালে সে আমাদের কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। সে গণমাধ্যমে কথা বলবে না বলে আমাদের জানিয়েছে।’

মো. আব্দুল আজিজ রিয়াদ আরও বলেন, “সিরাত আমাদের জানিয়েছে সে মামলার কোনও কপি এখনও পায়নি। মামলার কপি হাতে পেলে তার অভিভাবকদের অবহিত করে আইনিভাবে মোকাবিলা করবে। সিরাত আরও বলেছে, ‘আমাকে জড়িয়ে রাউধার বাবা যেই মামলা করেছে তা অবাস্তব, অসত্য, অপ্রত্যাশিত, উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর এবং ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপপ্রয়াস। এজন্য আমি তাদের প্রতি ক্ষুদ্ধ। ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্কের লেশমাত্র নেই। আমিসহ অন্যরা মিলে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় পাই।’ রাউধা আথিফ

রাউধা ও সিরাতের সম্পর্কের বিষয়ে মো. আব্দুল আজিজ রিয়াদ আরও বলেন, ‘তারা দুজনই আমাদের বিদেশি ছাত্রী। তারা একসঙ্গে ভর্তি হয়েছিলো এখানে। আমরা জানতাম তাদের সম্পর্ক খুব ভালো। রাউধাকে আমরা হারিয়েছি। আর সিরাত আমাদের বর্তমান ছাত্রী। কলেজ কর্তৃপক্ষ চায় না কেউ এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হোক। দুইপক্ষই আমাদের কাছে সহযোগিতা চাইলে যেন তা দেওয়া হয়। তবে রাউধার বাবা মামলা করার ব্যাপারে আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি।’

উল্লেখ, গত ২৯ মার্চ দুপুরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর পুলিশে জানিয়েছিল সিলিং ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়ে রাউধা আত্মহত্যা করে। তবে পুলিশ পৌঁছার আগেই তার সহপাঠীরা ঝুলন্ত রাউধার লাশ নামিয়ে ফেলেছিল। গত ৩০ মার্চ রাউধার লাশ দেখতে রাজশাহীতে আসেন মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশাথ শান শাকির এবং তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা। ৩১ মার্চ মেডিক্যাল বোর্ড গঠনের মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাউধা আত্মহত্যা করেছে উল্লেখ করে বোর্ড শনিবার ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেন।

‌এদিকে রাউধার আত্মহত্যার বিষয়ে শাহ মখদুম থানায় করা অপমৃত্যুর মামলাটি গত ২ এপ্রিল নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

১৯৯৬ সালে ১৮ মে জন্ম মালদ্বীপের মেয়ে রাউধা আথিফের। তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। রাউধা পড়ালেখার পাশাপাশি মডেলিং করতেন। ২০১৬ সালের অক্টোবর মাসে বিশ্বখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণেও তিনি মডেল ছিলেন। ওই সংখ্যার প্রচ্ছদেও আরও পাঁচ নারী মডেলের সঙ্গে উপস্থিত ছিলেন রাউধা।

/এফএস/ 

আরও পড়ুন- 

রাউধার মৃত্যুতে সহপাঠীর বিরুদ্ধে হত্যা মামলা

আত্মঘাতী হওয়ায় গঙ্গা ব্যারেজ প্রকল্প ফেরত পাঠিয়েছি: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা