X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘আমরা এবার মরে গেছি, আমাদের খবর কেউ রাখে না’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১৯:৩৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৯:৩৯

ব্রাহ্মবাড়িয়ায় হাওরের পানিতে তলিয়ে গেছে ফসল অতিরিক্ত বর্ষণ ও পাহাড়ি ঢলে মঙ্গলবার (২৫ এপ্রিল) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার প্রায় এক হাজার ৮৪০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে আট হাজার কৃষক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে মঙ্গলবার পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকেরা কোনও ধরণের সরকারি সাহায্য পাননি। 
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবচেয়ে ক্ষতি হয়েছে জেলার নাসিরনগর উপজেলায়। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সেখানকার প্রায় ১১৫০ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ  তলিয়ে গেছে। এর পরই বেশি ক্ষতি হয়েছে জেলার বিজয়নগর উপজেলায়। ওইসব এলাকার কৃষকরা পানিতে ডুবে থাকা জমির পাকা ধান তুলতে না পেরে হতাশ হয়ে পড়েছেন।

নাসিরনগরের হাওরে ধানকাটা অবস্থায় আলফু মিয়া, আব্দুল সাত্তার বলেন, ‘ভাই আমরা এইবার মরে গেছি। আমাদের খবর কেউ রাখে না। কৃষি অফিসের কাউরে পাইতাছি না। দুঃখ কার কাছে কমু। সরকার আমগো খবর রাখতাছে না। আপনারা যদি আমাদের কথা লেখেন তাহলে যদি তাদের চোহে পরে।’ ব্রাহ্মবাড়িয়ায় হাওরের পানিতে তলিয়ে গেছে ফসল

একই হাওরে ধান কাটা অবস্থায় আক্ষেপ করে হানিফ ও হিরন মিয়া বলেন, ‘সুমামগঞ্জ ক্ষতি হইছে সবাই সুনামগঞ্জ নিয়া ব্যস্ত। আমাদের মেদির হাওরের খবর কেউ রাখে না। বছরের একমাত্র অবলম্বন শেষ। এখন কী খামু এই নিয়ে দুশ্চিন্তায় আছি।’

এদিকে ব্রাহ্মণবাড়িয়া এলাকার পানিতে কোনও দূষণের কোনও আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি। সরকারিভাবে বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আবু নাছের বলেন, ‘আমরা কৃষকদের আগাম ধান কাটার পরামর্শ দিয়েছি। আজ দিনভর রোদ আছে। পানি বাড়ার খবর পাওয়া যায়নি। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছি।’

/এফএস/

আরও পড়ুন- 


খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে আরও ১০ হাজার হেক্টর জমির ফসল

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?