X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নারীকে অনগ্রসর রাখলে দেশে উন্নয়ন হবে না: কৃষিমন্ত্রী

শেরপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৭, ১৭:৫৯আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৮:৩১

নারীকে অনগ্রসর রাখলে দেশে উন্নয়ন হবে না:  কৃষিমন্ত্রী

নারী পুরুষ সমানভাবে না এগুলে দেশের উন্নয়ন হবে না মন্তব্য করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা নারীকে যদি অনগ্রসর করে রাখি তাহলে দেশ এগুবে না। আওয়ামী লীগই প্রথম জনগণের সরাসরি ভোটে মহিলা মেম্বার নির্বাচনের ব্যবস্থা করেছে। নারীরা এখন দেশ পরিচালনায় বিভিন্ন স্তরে কাজ করছেন। নির্বাচন করার জন্য আওয়ামী লীগ যেভাবে নারীদের মনোনয়নের টিকিট দেয় অন্য কোনও দল তা দেন না।’ কৃষিমন্ত্রী  বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মজীবী মহিলাদের একটি ট্রেনিং সেন্টারে ঊর্ধ্বমুখী ভবন সম্প্রাসরণ উদ্ভোধন ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 কৃষিমন্ত্রী বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। মা-বাবা জন্মদাতা হলেও মানুষ মারার অধিকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নেই।’

 এসময় মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক শাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক আইনুল কবীর প্রমুখ।

এছাড়াও শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথি মেহের আফরোজ চুমকী বলেন,‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী নানামুখী কর্মসূচি হাতে নিয়েছেন। সরকার মহিলাদের প্রশিক্ষণের জন্য ২৫০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। এখন দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭১ বছর হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় সরকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

তিনি আরও বলেন,‌ ‘ এই কর্মজীবী মহিলা হোস্টেলে এখন প্রতি ব্যাচে ৫০ জন করে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। আগামীতে তা আরও বাড়ানো হবে।’

 /জেবি/

আরও পড়তে পারেন: মৌলভীবাজার নারী চা শ্রমিকদের তৃতীয় দিনের কর্মবিরতি চলছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত