X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাংবাদিক শিমুল হত্যাকাণ্ড: মিরুর ভাইয়ের বিরুদ্ধে এবার অস্ত্র আইনে চার্জশিট

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০১৭, ২০:১৮আপডেট : ০৪ মে ২০১৭, ২১:০০

হাবিবুল হক মিন্টু সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের প্রধান আসামি সিরাজগঞ্জের শাহাজাদপুর পৌর মেয়র মিরুর ভাই হাবিবুল হক মিন্টুর বিরুদ্ধে আরেকটি চার্জশিট দিয়েছে পুলিশ। শিমুল হত্যাকাণ্ডের মামলায় মিন্টু দ্বিতীয় আসামি হলেও জব্দকৃত অবৈধ পাইপগানের চার্জশিটে তাকে একমাত্র আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর আমলী আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুল ইসলাম।

শাহজাদপুর আমলী আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) মো. আতাউর রহমান চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। চার্জশিটের সঙ্গে পাইপ গানটিও আলামত হিসেবে আদালতে জমা দেওয়া হয়েছে।

সাংবাদিক শিমুল হত্যাকাণ্ড মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় দু’দফা জিজ্ঞাসাবাদে মিন্টু গত ৭ মার্চ তার ভাই মিরুর বাড়ির পেছনের একটি ডোবা থেকে পাইপগানটি বের করে দেন। সেটি উদ্ধারের পর তার বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়। পাইপগানটি ব্যালেস্টিক পরীক্ষার জন্য পাঠানো হয়। গত ২০ এপ্রিল ব্যালেস্টিক পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, ১২ বোরের শটগানের গুলি এটিতে ব্যবহার করা হয়। এদিকে, মেয়র মিরুর ৬৭ রাউন্ড শটগানের গুলির কোনও হদিস নেই। যেগুলো মিন্টু ব্যবহার করতে পারে বলে পুলিশের ধারণা।

তিনি আরও জানান, অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে দাখিলকৃত চার্জশিটে মিন্টুকে একমাত্র আসামি করা হয়েছে।

সাংবাদিক শিমুল হত্যাকাণ্ড: মিরুর ভাইয়ের বিরুদ্ধে এবার অস্ত্র আইনে চার্জশিট গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর মেয়রের ভাই মিন্টু, পিন্টু ও নাসিরের সঙ্গে সরকার দলের লোকজনের সংঘর্ষ বাধে। খবর সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন সমকাল পত্রিকার শাহাজাদপুর প্রতিনিধি শিমুল। পরদিন বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় শিমুলের স্ত্রী বাদী হয়ে মেয়র মিরু ও মিন্টুসহ জ্ঞাত ১৮ ও অজ্ঞাত মিলে ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ দীর্ঘ তিন মাস তদন্তের পর মেয়র মিরু ও মিন্টুসহ ৩৮ জনের বিরুদ্ধে গত ২ মে চার্জশিট দাখিল করে। চার্জশিটে অভিযুক্ত মেয়র মিরু, মিন্টু ও নাসিরসহ ১৪ জন কারাগারে এবং বাকি ২৪ জন পলাতক রয়েছেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী