X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তিস্তায় পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপরে, চরাঞ্চল প্লাবিত

লালমনিরহাট ও নীলফামারী প্রতিনিধি
১০ জুলাই ২০১৭, ১১:৫৪আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৮:১০

তিস্তার পানির পরিমাণ উজানে ভারি বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারেজের সবগুলো স্লুইস গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে নীলফামারী ও লালমনিরহাটের তিস্তা নদীবেষ্টিত বিস্তৃত চরাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রয়োজনে প্লাবিত এলাকাগুলো থেকে দুর্গতদের সরিয়ে নেওয়া হবে।
পাউবো সূত্রে জানা গেছে, তিস্তা ব্যারাজের উজানে ভারতীয় পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের ফলে তিস্তা নদীর পানি বেড়েছে। এছাড়া, ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় হঠাৎ করেই পানির প্রবাহ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন তিস্তার পানি পরিমাপক উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রশীদ।
হঠাৎ সৃষ্ট বন্যায় লালমনিরহাটের হতীবান্ধা ও কালিগঞ্জ উপজেলা এবং নীলফামারীর ডিমলা উপজেলার চরাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিস্তার পানি বেড়ে যাওয়ায় আমার এলাকার শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাব।’
তিস্তা ব্যারেজ (ফাইল ছবি) তিস্তার পানি বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাতীবান্ধা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির বলেন, ‘বন্যাকবলিত গ্রামগুলোর ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের ব্যাপারে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
ডিমলা টেপাখড়িবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘রবিবার ভোর রাত থেকে তিস্তা নদীর পানি বাড়ছে। এতে ইউনিয়নের চরখড়িবাড়ি, পূর্বখড়িবাড়ি, টাপুরচর, ঝিঞ্জিরপাড়া ও মেহেরটারী গ্রামের বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে।’
ডিমলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘উজানে পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে পানিতে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় জনপ্রতিনিধিদের পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। দুর্গতদের জন্য প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করতে জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানানো হয়েছে।’
পানী উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকাল ৬টায় তিস্তার পানি বিপদসীমার ৩০ সেটিমিটার ওপর দিয়ে ও সকাল ৯টার পর তা ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রয়োজন হলে মাইকিং করে তিস্তা নদীবেষ্টিত এলাকার বন্যার্তদের সরিয়ে নেওয়া হবে।’
লালমনিরহাটের জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান ও নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তিস্তা পারের লোকজনকে নিরাপদ স্থানে থাকতে অনুরোধ করা হয়েছে। এরই মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বন্যা কবলিত এলাকাগুলো মনিটরিংয়ের নিদের্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ত্রাণ তৎপরতার জন্য ক্ষতিগ্রস্ততের তালিকাও তৈরি করতে বলা হয়েছে।
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে