X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২-৩ টাকা

হিলি প্রতিনিধি
২১ জুলাই ২০১৭, ০৬:২২আপডেট : ২১ জুলাই ২০১৭, ০৬:৩১

হিলিতে আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানির পরিমাণ বেড়েছে। এদিকে, দেশের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চাহিদা কমে যাওয়ায় ১৫ দিন আগের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা করে কমেছে। আগামী কিছুদিনের মধ্যে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, গত রমজান মাসে বাজারে দেশীয় পেঁয়াজের ভালো সরবরাহ থাকায় ভারতীয় পেঁয়াজের চাহিদা কম ছিল। এর ফলে সে সময় বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে ভারতের বিভিন্ন প্রদেশে পেঁয়াজের ব্যাপক উৎপাদন হওয়ায় এবং পেঁয়াজের দাম কিছুটা কম হওয়ায় বন্দর দিয়ে  প্রতিদিন গড়ে ৪০ থেকে ৪৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিন হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, হিলি স্থলবন্দর দিয়ে মূলত ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আর আমদানিকৃত এসব পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) প্রকারভেদে ৯ থেকে ১১টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর কিছুটা ভালোমানের একই জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২ টাকা থেকে সাড়ে ১২টাকা পর্যন্ত। দুসপ্তাহ আগে একই ধরনের পেঁয়াজ পাইকারি ১৪ টাকা থেকে ১৫টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, ভারতের ইন্দোর থেকে কখনোই পেঁয়াজ রেলপথে পরিবহন হতো না। তবে বর্তমানে সরকারি ভর্তুকির পেঁয়াজগুলো রেলপথে ভারতের বালুরঘাট পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে ট্রাকে করে সেসব পেঁয়াজ বাংলাদেশে রফতানি করা হচ্ছে। এর ফলে পরিবহন খরচ কিছুটা কম হওয়ায় বাজারে পেঁয়াজের দাম কিছুটা কম। তবে সড়কপথে যেসব পেঁয়াজ আমদানি হচ্ছে সেগুলোর দাম একটু বেশি পড়ছে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে