X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তীর রক্ষা বাঁধে ৯ম দফায় ধস, হুমকির মুখে চৌহালী

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ জুলাই ২০১৭, ০৮:২২আপডেট : ২১ জুলাই ২০১৭, ০৮:২২

 

তীর রক্ষা বাঁধে ৯ম দফায় ধস, হুমকির মুখে চৌহালী সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ও টাঙ্গাইল এবং নাগপুর রক্ষায় নির্মাণাধীন নদী তীর রক্ষা বাঁধের ৫০ মিটার এলাকাজুড়ে আবারও ধস দেখা দিয়েছে। এ নিয়ে গত আড়াই মাসে একই রক্ষা বাঁধের বিভিন্ন পয়েন্টে পর পর ৯ দফায় ধস দেখা দিল। বৃহস্পতিবার (২০ জুলাই) পর্যন্ত খাস কাউলিয়া ইউনিয়নের চর জাজুরিয়া দাখিল মাদ্রাসা এলাকায় ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিনিয়র ফাজিল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আদর্শ উচ্চ বিদ্যালয়, এসবিএম মহিলা কলেজ, বালিকা বিদ্যালয়সহ বেশকিছু স্থাপনা।

স্থানীয়রা জানান, ২০১৫ সালে যমুনা নদীর ভাঙন থেকে টাঙ্গাইল, নাগরপুর ও চৌহালী রক্ষায় ১২০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৭ কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ শুরু হয়। ইতোমধ্যে এ প্রকল্পের প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার আবারও চর জাজুরিয়া পয়েন্টের অন্তত ৫০ মিটার এলাকাজুড়ে ধস দেখা দেয়। বিচ্ছিন্ন হয় বাঁধের ব্যবহৃত পাথরের বোল্ড ও জিও ব্যাগ। হুমকির মুখে পড়েছে স্বাস্থ্য কমপ্লেক্স, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কিছু স্থাপনা। ভাঙ্গন আতংকে রয়েছে এ অঞ্চলের হাজার হাজার মানুষ। গত ২ মে থেকেই এ প্রকল্পটির বিভিন্ন অংশ ধসে যায়। সর্বশেষ বুধবার (১৯ জুলাই) বিকেলে সকালে খাস কাউলিয়া এলাকায় বাঁধের সংযোগ সড়কেরও প্রায় ৩০ মিটার ধসে যায়।

চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব:) আব্দুল্লাহ আল মামুন জানান, যমুনার পানির তীব্র স্রোতের কারণে বৃহস্পতিবার সকাল থেকেই চর জাজুরিয়া দাখিল মাদ্রাসা এলাকায় ধস দেখা দেয়। দুপুর পর্যন্ত এ বাঁধটির প্রায় ৫০মিটার ধসে গিয়ে নদীগর্ভে বিলীন হয়ে যায়। খবর পেয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে বালিভর্তি জিওব্যাগ নিক্ষেপ করে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। টাঙ্গাইল পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মতিউর রহমান জানান, বৃহস্পতিবার সর্বশেষ প্রায় ৫০ মিটার বাঁধ ভেঙ্গে গেছে। যমুনা একটি অনিয়ন্ত্রিত নদী। কোথায় কখন ভাঙে বোঝা যায় না। ভাঙন ঠেকাতে বালিভর্তি জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, বার বার ধসের কারণে আমরাও বিব্রত। বিষয়টি পাউবোর পাউবোর উর্ধ্বতন প্রকৌশলী ও প্রকল্প পরিচালককে অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত: দাতা সংস্থা ও দেশীয় অর্থায়নে ‘ফ্লাড এন্ড রিভার ব্যাংক ইরৌশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (এফ.আর.ই.আর.এম.আই.টি) নামক প্রকল্পের অধীনে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও পাবনা জেলায় প্রায় ৮শ’ ৬৮ কোটি টাকা ব্যয়ে এ ধরনের বেশ ক’টি তীর রক্ষা বাঁধ নির্মাণের কাজ চলছে। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার চৌহালীতে প্রায় ১শ’ ২০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৭ কি. মি. দৈর্ঘ্যের ওই নদীর তীর রক্ষা বাঁধ তৈরি করা হয়। এ প্রকল্পের উদ্দেশ্য ছিল সিরাজগঞ্জের চৌহালী ও টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বিশাল জনপথ যমুনার ভাঙন থেকে রক্ষা করা।

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু