X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সোমবার থেকে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু

চট্টগ্রাম ব্যুরো ও মংলা প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ২১:০৯আপডেট : ২৩ জুলাই ২০১৭, ২১:৩২

মংলা বন্দরে নোঙর করা জাহাজ ( ছবি- মংলা প্রতিনিধি)

সরকার ঘোষিত নূন্যতম মজুরি বাস্তবায়নসহ ২১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট রবিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হচ্ছে। রবিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আশিকুল আলম বলেন, ‘রবিবার দুপুরে শ্রম পরিদফতরের সঙ্গে নিষ্ফল আলোচনার পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’ আলোচনায় শ্রম পরিদফতরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির নেতারা অংশ নেন বলে জানান তিনি।

অন্যদিকে, সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পদক খোরশেদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দাবিগুলো ন্যায্য। দীর্ঘদিন ধরে দাবিগুলো জানিয়ে এলেও মালিক ও সরকার কর্ণপাত করেনি। তাই আমরা আজ (রবিবার) রাত থেকে সারাদেশে আন্দোলনে যাচ্ছি।’

নৌযান শ্রমিকদের ২১ দফা দাবির উল্লেখযোগ্য দাবিগুলো হলো— গেজেট অনুযায়ী বকেয়া প্রদান, শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বই প্রদান, বাংলাদেশ ও ভারতের কারাগারে আটক ১৬ নৌযান শ্রমিকের মুক্তি, চলাচল উপযোগী বন্ধ তৈলবাহী জাহাজ চালু, মেরিন কোটের হয়রানি বন্ধ, ডিজি শিফিং এর ঘুষ-দুর্নীতি বন্ধ, মেরিন কোর্টের হয়রানি বন্ধ, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, নদীর নাব্যতা বৃদ্ধি, নৌপথে চাঁদাবাজি, ডাকাতি বন্ধ, পর্যাপ্ত বয়া-বাতি ও মার্কা প্রদান।

এদিকে, রবিবার বিকাল থেকেই মংলা বন্দরের পশুর নদীতে অবস্থান নিয়েছে কয়েকশ লাইটারেজ জাহাজ। এসব জাহাজে কর্মরত আছেন দেশের বিভিন্ন অঞ্চলের নৌযান শ্রমিকরা।

মংলা বন্দর ব্যবহারকারী এইচ দুলাল বাংলা ট্রিবিউনকে জানান, নৌযান শ্রমিকদের লাগাতার এই অন্দোলনের ফলে মংলা বন্দর কার্যত অচল হয়ে পড়বে। তিনি বলেন, ‘বন্দরে নোঙর করা বিদেশি বড় জাহাজ থেকে যখন নৌযানের অভাবে পণ্য খালাস বন্ধ থাকবে, তখন সংকট তৈরি হবে।’ কর্তৃপক্ষকে দ্রুত এর সমাধান করার তাগিদ জানান তিনি।

/জেবি/টিআর/

আরও পড়তে পারেন: সিলেটে পাঁচ বছরে মধ্যে এবার সর্বনিম্ন জিপিএ-৫

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে