X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

৫৭ ধারার মামলায় জামিন পেলেন সাংবাদিক আব্দুল লতিফ

খুলনা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ১২:৫৫আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৩:০৬

আব্দুল লতিফ তথ্য ও প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় খুলনায় সাংবাদিক আব্দুল লতিফ মোড়লের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘খ’ অঞ্চলের বিচারক নুসরাত জাবিন শুনানি শেষে বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে তার এ জামিন মঞ্জুর আদেশ দেন।

সাংবাদিক লতিফের পক্ষে তার আইনজীবী ১০ হাজার টাকার বন্ড জমা দেন আদালতে। আদেশে বলা হয়, এ মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে।

৩১ জুলাই রাত আড়াইটার দিকে সাংবাদিক লতিফকে পুলিশ গ্রেফতার করে। আর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সাংবাদিক আব্দুল লতিফের পক্ষের আইনজীবী মতিয়ার রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার আব্দুল লতিফকে আদালতে হাজির করা হয়নি। তার অনুপস্থিতিতে শুনানির শেষে জামিন আদেশ নেওয়া হয়েছে। এ আদেশের কপি কারাগারে যাওয়ার পরই সে মুক্ত হবে।

প্রসঙ্গত, মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিতরণকৃত ছাগলের মৃত্যুর ঘটনা নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে প্রতিমন্ত্রীর পাসপোর্ট ছবি ব্যবহার করার কারণে অপর এক সাংবাদিক সুব্রত ফৌজদার এ মামলাটি দায়ের করেন।

সাংবাদিক লাতিফকে গ্রেফতারের ঘটনায় খুলনার সাংবাদিক সমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ জুলাই মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি তার নিজ এলাকা ডুমুরিয়ায় বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের (এফসিডিআই) আওতায় কয়েকজন দুস্থের মাঝে হাঁস,মুরগি ও ছাগল বিতরণ করেন। জুলফিকার আলী নামে দক্ষিণ ডুমুরিয়া গ্রামের এক ব্যক্তির পাওয়া ছাগল ওইদিন রাতেই মারা যায়। যা বিভিন্ন পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। ওই ঘটনায় ফেসবুকে একটি পোস্ট করার অভিযোগে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন সুব্রত ফৌজদার।

এজাহারের উদ্ধৃতি দিয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেন,প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়া সংক্রান্ত বিষয়টি ফেসবুকে দিয়েছেন লতিফ। এতে প্রতিমন্ত্রীর সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেছেন বাদী।

ওসি বলেন,মামলার সঙ্গে কিছু নথি জমা দিয়েছেন বাদী। তার জমা দেওয়া নথিতে সংশ্লিষ্ট বিষয়টি ফেসবুকে দেওয়ার আলামত রয়েছে। মামলার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে সাংবাদিক লতিফকে গ্রেফতার করা হয়।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিবাসী কর্মীদের জন্য আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণ হবে: প্রতিমন্ত্রী
অভিবাসী কর্মীদের জন্য আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণ হবে: প্রতিমন্ত্রী
কেন স্বাস্থ্য খাতে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রয়োজন
কেন স্বাস্থ্য খাতে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রয়োজন
কিংসের বিপক্ষে ফাইনালের পাঁচ রেফারি নিয়ে আপত্তি মোহামেডানের 
কিংসের বিপক্ষে ফাইনালের পাঁচ রেফারি নিয়ে আপত্তি মোহামেডানের 
লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট কাল
লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট কাল
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’