X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পানি কমায় হিলিতে পুরোদমে আমদানি-রফতানি শুরু

হিলি প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৭, ১৭:২৫আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৭:৩৮

হিলি প্রধান সড়কের জলাবদ্ধ পানি নামছে (ছবি- প্রতিনিধি)

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দিনাজপুরের হিলি স্থলবন্দরসহ এর আশেপাশের এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন হাকিমপুর পৌরসভার প্রায় ১৭ হাজার মানুষ। সোমবার (১৪ আগস্ট) সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বন্দরের প্রধান সড়ক থেকে পানি নামতে শুরু করে। এতে সকাল থেকেই এ বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। তবে সড়কের নানান অংশে পিচ ও পাথর ওঠে গর্ত তৈরি হওয়ায় পণ্যবাহী ট্রাকগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

হিলি স্থলবন্দর উন্নয়ন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. হারুন উর রশীদ হারুন জানান, প্রধান সড়কে পানি ওঠায় গত দুই দিন আধাবেলা করে বন্ধ ছিল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। তবে আজ (সোমবার) সকাল থেকে পানি কমতে শুরু করায় আবার পুরোদমে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সড়কের যে সব জায়গায় গর্ত তৈরি হয়েছে সে সব জায়গায় ইট ফেলা হচ্ছে।

এদিকে, স্থানীয়রা জানান, এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে হাকিমপুর পৌরসভার চন্ডিপুর, ফকিরপাড়া, মাঠপাড়া, টিঅ্যান্ডটি সড়ক, স্বর্ণপট্টি এলাকা। এসব এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে যাওয়ায় দুর্ভোগে রয়েছেন প্রায় ১৭ হাজার মানুষ। পানি জমে থাকায় বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ, হাকিমপুর ডিগ্রি কলেজ, হাকিমপুর প্রি-ক্যাডেট স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনও পাঠদান বন্ধ রয়েছে। গত তিন থেকে চার দিনে হিলির প্রায় সাড়ে ৭শ’ বিঘা জমির রোপা-আমন ধান ও প্রায় ৬শ’ ছোট-বড় পুকুরের মাছ ভেসে গেলেও পানি কমতে শুরু করায় নতুন করে আর ক্ষতির আশঙ্কা নেই।

হাকিমপুর পৌরসভার মেয়র মো. জামিল হোসেন চলন্ত জানান, গত কয়েকদিন তার প্রায় প্রতিটি সড়ক পানিতে নিমজ্জিত ছিল। তবে আজ (সোমবার) সকাল থেকে সড়কগুলো থেকে পানি কমতে শুরু করেছে।

তিনি আরও জানান, পৌর এলাকার যে সব কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা অনুযায়ী উপজেলা দুর্যোগ ও ত্রাণ দফতরের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে। উপজেলা দুর্যোগ ও ত্রাণ দফতর থেকে সহায়তা পাওয়া না গেলে পৌরসভার নিজস্ব তহবিল থেকেই ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত